Tamilnadu

ঋতুকালীন সময়েও মেয়েরা পুজো দেন এই মন্দিরে

মাসের অন্যান্য দিনের মতো ঋতুকালীন সময়েও ওই মন্দিরে পুজো দিতে পারেন মহিলারা।  

Advertisement

সংবাদ সংস্থা 

কোয়েমবত্তূর শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৪
Share:

মা লিঙ্গ ভৈরবী মন্দির। ছবি টুইটার থেকে সংগৃহীত।

তামিলনাড়ুর কোয়েমবত্তূরে রয়েছে মা লিঙ্গ ভৈরবী মন্দির। ‘বিরাগিনী মা’ ও ‘উপাসিকা মা’ হলেন আরাধ্যা দেবী। মাসের অন্যান্য দিনের মতো ঋতুকালীন সময়েও ওই মন্দিরে পুজো দিতে পারেন মহিলারা।

Advertisement

মা লিঙ্গ ভৈরবী মন্দির অবস্থিত সদগুরু জাগ্গি বাসুদেব আশ্রমের ভিতরে। মা লিঙ্গ ভৈরবী মন্দিরে পুরুষ ও মহিলা সবাই পুজো দিতে পারলেও, মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারেন শুধু মাত্র মহিলারাই। এমনকি, পিরিয়ড চলার দিনগুলিতেও। সেই মন্দিরের সেবিকা নির্মলা মা বলেছেন, ‘‘সদগুরুর পরিকল্পনা অনুসারেই গড়ে উঠেছে এই মন্দির। তাঁর উদ্দেশ্য ছিল মহিলাদের মাধ্যমে মন্দিরের পুজোর কাজ সম্পাদনা করা।’’

যদিও মেয়েদের পিরিয়ড নিয়ে সারা দেশের চিত্রটা অনেকটাই অন্যরকম। ঋতুকালীন সময়ে মেয়েদের অপবিত্র ধরে দেশের বহু মন্দিরে ঢুকত দেওয়া হয় না। সেই ট্যাবুর মধ্যে মা লিঙ্গ ভৈরবী মন্দির নিঃসন্দেহে অন্য বার্তা দিচ্ছে।

Advertisement

আরও পড়ুন: ঋতুকালীন সময়ে রান্না করে ‘পিরিয়ড ফিস্ট’ উদ্‌যাপন মহিলাদের

আরও পড়ুন: স্ট্রেস কাটাতে জুম্বা নাচ বেঙ্গালুরু পুলিশের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন