Murder

রোগ সারানোর নামে এক বছরের শিশুকে আছড়ে ‘খুন’, ভাঙা হল দাঁতও! গ্রেফতার তান্ত্রিক

শিশুটির কাকা সৌরভের দাবি, তাঁদের সামনেই প্রথমে অনুজের কয়েকটি দাঁত ভেঙে দেন তান্ত্রিক। তখনও তাঁরা বুঝে উঠতে পারেননি কী ঘটতে চলেছে। এর পর অনুজকে শূন্যে তুলে মাটিতে ফেলেন তান্ত্রিক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৩
Share:

এক বছরের শিশুকে আছড়ে মারার অভিযোগ। প্রতীকী ছবি।

রোগ সারানোর নামে এক বছরের শিশুকে আছড়ে খুন করার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। ভেঙে ফেলা হয়েছে শিশুটির দাঁতও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার ধাকড় গ্রামে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই তান্ত্রিক নিজেকে চিকিৎসক বলে দাবি করেন স্থানীয়দের কাছে। পুত্র অনুজ অসুস্থ থাকায় ওই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন তার বাবা-মা। মৃত শিশুটির কাকা সৌরভের দাবি, তাঁদের সামনেই প্রথমে অনুজের কয়েকটি দাঁত ভেঙে দেন তান্ত্রিক। তখনও তাঁরা বুঝে উঠতে পারেননি কী ঘটতে চলেছে। এর পরই অনুজকে শূন্যে তুলে মাটিতে ফেলে দেন তান্ত্রিক। কিছু ক্ষণের মধ্যেই শিশুটি অচৈতন্য হয়ে পড়ে।

শিশুটি অচৈতন্য হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটেন তার বাবা-মা। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই শিশুর দেহ নিয়ে থানায় হাজির হন তার বাড়ির লোকেরা। তান্ত্রিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান।

Advertisement

শিশুটির অভিভাবকের অভিযোগ পেয়ে তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দিন কয়েক আগেই মধ্যপ্রদেশে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ায় তিন মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়। লোহার শিক গরম করে শিশুটির পেটে ৫১ বার ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে ওই তান্ত্রিকের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন