National News

টাটা বনাম সাইরাস মিস্ত্রি: আইনি মারপ্যাঁচ পৌঁছে গেল আদালতে

টাটা গোষ্ঠীর শীর্ষ পদ থেকে সাইরাস মিস্ত্রির অপসারণের সিদ্ধান্তকে ঘিরে আইনি মারপ্যাঁচ রোখা গেলা না। টাটা সন্সের সঙ্গে সাইরাসের টানাপড়েন পৌঁছে গেল সুপ্রিম কোর্টের দরজায়। দু’পক্ষই একাধিক ক্যাভিয়্যাট পেশ করেছে দেশের সর্বোচ্চ বিচারবিভাগীয় প্রতিষ্ঠানগুলিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ১৮:১৮
Share:

—ফাইল চিত্র।

টাটা গোষ্ঠীর শীর্ষ পদ থেকে সাইরাস মিস্ত্রির অপসারণের সিদ্ধান্তকে ঘিরে আইনি মারপ্যাঁচ রোখা গেলা না। টাটা সন্সের সঙ্গে সাইরাসের টানাপড়েন পৌঁছে গেল সুপ্রিম কোর্টের দরজায়। দু’পক্ষই একাধিক ক্যাভিয়্যাট পেশ করেছে দেশের সর্বোচ্চ বিচারবিভাগীয় প্রতিষ্ঠানগুলিতে।

Advertisement

গতকাল অর্থাৎ সোমবার টাটা সন্সের বোর্ড বৈঠকে গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানো হয়েছে। তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দু’পক্ষ আদালতের দরজায় কড়া নাড়তে শুরু করেছে। সোমবার বোর্ড বৈঠকেই সাইরাস বলেছিলেন, তাঁকে যে ভাবে সরানো হচ্ছে, তা বেআইনি। টাটা গোষ্ঠীর রুল বুক অনুযায়ী অপসারণের আগে তাঁকে ১৫ দিনের নোটিস দিতে হবে বলে সাইরাস মিস্ত্রি দাবি করেন। তবে টাটা গোষ্ঠীর দাবি, আইনি সংস্থান খতিয়ে দেখেই সাইরাসকে সরানো হয়েছে, বেআইনি কিছু করা হয়নি। এই লড়াই আদালত পর্যন্ত গড়াতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল সোমবার রাত থেকেই। কিন্তু মঙ্গলবার সকালে শাপুরজি পালোনজি গোষ্ঠীর (সাইরাসের পারিবারিক প্রতিষ্ঠান, টাটা গোষ্ঠীতে যাদের ১৮ শতাংশ শেয়ার) এক মুখপাত্র জানান, সংবাদমাধ্যমে যে ধরনের জল্পনা রয়েছে, তার কোনও ভিত্তি নেই। সাইরাস মিস্ত্রির অপসারণকে ঘিরে টাটা গোষ্ঠীকে আদালতে টেনে নিয়ে যাওয়ার কোনও সিদ্ধান্ত শাপুরজি পালোনজি গোষ্ঠী এখনও নেয়নি। শুধুমাত্র পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে ওই মুখপাত্র জানান। কিন্তু বিষয়টি আদালতের বাইরে থাকল না। সাইরাস মিস্ত্রির তরফে মঙ্গলবার চারটি ক্যাভিয়্যাট পেশ করা হয়েছে। টাটা গোষ্ঠীর তরফ থেকে তিনটি ক্যাভিয়াট পেশ করা হয়েছে।

আদালত কোনও আবেদনের প্রেক্ষিতে যাতে একপাক্ষিক রায় ঘোষণা না করে, তা নিশ্চিত করতেই ক্যাভিয়্যাট পেশ করা হয়। সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে সরানোর সিদ্ধান্ত বেআইনি বলে দাবি করে শাপুরজি পালোনজি গোষ্ঠী যদি আদালতের দ্বারস্থ হতে পারে এবং সাইরাসের অপসারণের সিদ্ধান্তে স্থগিতাদেশ চাইতে পারে বলে জল্পনা চলছিল। তার প্রেক্ষিতেই ক্যাভিয়্যাট পেশ করেছে টাটা। আদালত যাতে টাটা গোষ্ঠীর কথা না শুনে স্থগিতাদেশ না দেয়, তা নিশ্চিত করতেই ক্যাভিয়্যাট পেশ করা হয়েছে টাটার তরফে। বম্বে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালে টাটার তরফে ক্যাভিয়্যাট দাখিল করা হয়েছে। অর্থাৎ এই সব বিচাবিভাগীয় প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়ে একপাক্ষিক শুনানির ভিত্তিতে কোনও স্থগিতাদেশ সাইরাস মিস্ত্রি আদায় করতে পারবেন না।

Advertisement

আরও পড়ুন: সাইরাসকে কেন সরালেন টাটারা, জল্পনা তুঙ্গে

অন্য দিকে, সাইরাস মিস্ত্রিও ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে চারটি ক্যাভিয়্যাট দাখিল করেছেন। রতন টাটা এবং টাটা ট্রাস্টসের বিরুদ্ধে এই ক্যাভিয়্যাটগুলি পেশ করা হয়েছে।

বড়সড় আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতেই দু’পক্ষ আঁটঘাট বাঁধছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন