National news

ছাত্রীকে যৌন হেনস্থার ভিডিয়ো ভাইরাল, দিল্লিতে গ্রেফতার ৫২ বছরের শিক্ষক

শনিবার ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ১২:২৯
Share:

প্রতীকী ছবি।

যৌন হেনস্থার ভিডিয়ো তুলে ১৫ বছরের এক ছাত্রীকে ব্ল্যাকমেল করার অভিযোগে ৫২ বছরের শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। শনিবার ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, উত্তর দিল্লির বুরারির একটি সরকারি কলেজের শিক্ষক ধৃত ওই ব্যক্তি। বহুদিন আগে থেকেই তিনি ওই ছাত্রীকে যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ।ওই ঘটনার কথা কাউকে জানালে ভিডিয়ো ছড়িয়ে দেবেন বলেও হুমকি দিতেন তিনি।

শিক্ষকের ভয়ে এবং লজ্জায় ছাত্রী কাউকে কিছু জানাতে পারেনি। শুক্রবার ভিডিয়োটি ভাইরাল হয়ে যাওয়ায় তা ছাত্রীর পরিবারের নজরে আসে। তার পরই পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।

Advertisement

আরও পড়ুন: ১০ মাসে ৬০ লক্ষ গেলেন কোথায়! প্রশ্নের মুখে মোদী

পুলিশ জানিয়েছে, শুক্রবার ওই শিক্ষক তার এক বন্ধুকে যৌন হেনস্থার ভিডিয়ো পাঠায়। সেই বন্ধুই তা ভাইরাল করে দেন।

ওই শিক্ষককে জেরা করে পুলিশ জেনেছে, ভিডিয়োটি জুনে শুট করা হয়েছিল। আর কোনও ছাত্রীর সঙ্গে এমন করেছেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই ঘটনা জানাজানি হওয়ার পরই শনিবার ওই স্কুলের বাইরে জড়ো হন পড়ুয়া এবং অভিভাবকেরা। ওই শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।

চলতি মাসের প্রথম দিকে নয়াদিল্লির একটি মিউনিসিপ্যাল কাউন্সিল স্কুলে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় স্কুলের এক ইলেকট্রিসিয়ান গ্রেফতার হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement