আইআইটিতে ভাল র‌্যাঙ্ক, ছাত্রকে বিএমডব্লিউ উপহার দিলেন শিক্ষক!

আমরা মহাভারতের একলব্য ও দ্রোণাচার্যের কথা সবাই জানি। কী ভাবে একলব্য নিজের ডান হাতের বুড়ো আঙুল কেটে গুরুদক্ষিণা দিয়েছিলেন। যদি এমন হয় শিষ্যকে গুরু ‘দক্ষিণা’ দিয়েছেন! এ রকমটা বোধ হয় খুব একটা শোনা যায় না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ১৯:৪৫
Share:

আমরা মহাভারতের একলব্য ও দ্রোণাচার্যের কথা সবাই জানি। কী ভাবে একলব্য নিজের ডান হাতের বুড়ো আঙুল কেটে গুরুদক্ষিণা দিয়েছিলেন। যদি এমন হয় শিষ্যকে গুরু ‘দক্ষিণা’ দিয়েছেন! এ রকমটা বোধ হয় খুব একটা শোনা যায় না। তবে এ রকমই একটা ঘটনা ঘটেছে রাজস্থানে। পরীক্ষায় ভাল রেজাল্ট করেছে বলে শিক্ষক নিজের সদ্য কেনা বিএমডব্লিউ গাড়িটাই উপহার দিয়ে দিলেন ছাত্রকে!

Advertisement

তন্ময় শেখাওয়াত। রাজস্থানের চুরুর বাসিন্দা। এ বছর আইআইটি-জয়েন্ট পরীক্ষায় বসেছিলেন। আইআইটি-র জন্য কোচিং রাজস্থানের সিকরের একটি ইনস্টিটিউট থেকে। ইনস্টিটিউটের ডিরেক্টর ও শিক্ষক আর এল পুনিয়া পরীক্ষার আগে ঘোষণা করেছিলেন, “যে ২০-এর উপরে র‌্যাঙ্ক করবে তাঁকেই তাঁর বিএমডব্লিউ দিয়ে দেবেন।” কথা রেখেছেন তন্ময়। জয়েন্টে তাঁর র‌্যাঙ্ক ১১। পরীক্ষায় ভাল রেজাল্ট করলে উপহার দেওয়াটা এই রাজ্যে কোচিং ইনস্টিটিউটগুলির একটি রীতি। কিন্তু কস্মিনকালেও এ রকম উপহার কোনও ইনস্টিটিউটই দেয়নি সফল ছাত্রদের। আইআইটি-তে কোচিংয়ের জন্য রাজস্থানের এই ছোট্ট শহরটিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ছাত্র কোচিংয়ের জন্য আসেন। তন্ময়ও কোচিং নিতে গিয়েছিলেন। সাফল্যও পেয়েছেন। উপহারও পেলেন। তাও আবার যে সে উপহার নয়, ডিরেক্টরের সদ্য কেনা বিএমডব্লিউ।

বিশেষজ্ঞরা বলছেন, ইনস্টিটিউটে আরও ছাত্র টানতেই এটা এক ধরনের বিজনেস পলিসি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন