Bihar Assembly Election 2025

‘খুন হয়ে যেতে পারি’! আশঙ্কার সুর তেজপ্রতাপের গলায়, প্রত্যেককেই শত্রু ঠাওরাচ্ছেন লালুর ত্যাজ্যপুত্র

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছেন লালু। তার পরেই ‘জনশক্তি জনতা দল’ গঠন করেছেন তেজপ্রতাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৮:২৫
Share:

তেজপ্রতাপ যাদব। —ফাইল চিত্র।

খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন লালুপ্রসাদ যাদবের বিতাড়়িত জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ সিংহ। প্রায় প্রত্যেককেই শত্রু মনে হচ্ছে তাঁর। রবিবার নিজেই সে কথা জানিয়েছেন তিনি। পটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমার শত্রুরা আমায় খুন পর্যন্ত করতে পারে। আমার প্রত্যেককেই শত্রু মনে হচ্ছে।”

Advertisement

তবে তিনি শত্রু ঠিক কাদের শত্রু মনে করছেন, তা খোলসা করেননি তেজপ্রতাপ। রবিবার ছিল তেজস্বীর জন্মদিন। জন্মদিনে ভাই তেজস্বীকে শুভেচ্ছা জানান দাদা তেজপ্রতাপ। বলেন, “সব সময় আমার শুভেচ্ছা ওর (তেজস্বী) সঙ্গে রয়েছে। ও আরও উন্নতি করুক।”

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছেন লালু। তার পরেই ‘জনশক্তি জনতা দল’ গঠন করেছেন তেজপ্রতাপ। ২২টি আসনে প্রার্থী দিয়েছে তাঁর দল। নিজের পুরনো কেন্দ্র মহুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তেজপ্রতাপ। সেখানে আরজেডি-ও প্রার্থী দিয়েছিল। অন্য দিকে, রাঘোপুর কেন্দ্র থেকে আরজেডির টিকিটে লড়েছেন লালু-রাবড়ীর কনিষ্ঠপুত্র তেজস্বী। বৃহস্পতিবার দুই কেন্দ্রেই ভোটগ্রহণ হয়েছে। পরিবার এবং দল থেকে বিতাড়িত হওয়ার পরেই তেজস্বী দাবি করেছিলেন, তাঁর এবং তেজস্বীর মধ্যে দূরত্ব বৃদ্ধি করতে ষড়যন্ত্র করা হয়েছে। এ বার সরাসরি তাঁকে খুন করা হতে পারে বলে দাবি করলেন তেজপ্রতাপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement