৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! —প্রতিনিধিত্বমূলক ছবি।
৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তর-পূর্বাংশের প্রদেশ (যা সে দেশে প্রিফেক্টর নামে পরিচিত) আইওয়েট। রবিবার বিকেল ৫টা ৩ মিনিটে (জাপানের স্থানীয় সময় অনুযায়ী) আইওয়েট প্রদেশ বরাবর প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পনটি হয়। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ভারতের ভূমিকম্প পরিমাপক সংস্থা (এনসিএস) জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ৩০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরেই বিকেল ৫টা ১২ মিনিটে (ভারতীয় সময় ১টা ৪২ মিনিটে) আইওয়েট প্রদেশ থেকে ৭০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে সুনামি লক্ষ করা যায়।আশঙ্কা করা হচ্ছে, জলের ঢেউ খুব শীঘ্রই উপকূলীয় এলাকাগুলিতে আছড়ে পড়বে। তাই দ্বীপরাষ্ট্র জাপানের উত্তরে সমস্ত উপকূলীয় এলাকাগুলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আপাতত উপকূলীয় এলাকায় না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আবহবিদদের একাংশের আশঙ্কা, উপকূল এলাকায় ঢেউয়ের উচ্চতা ৩ ফুট হতে পারে।
জাপান এমনিতেই বিশ্বের অন্যতম ভূকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় বা ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থান করায় বছরে প্রায় ১৫০০টি বড়-ছোট ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান এবং সংলগ্ন এলাকা। মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার জনের।