Bihar Assembly Election 2025

বিহারে প্রথম দফায় ভোটের হার আরও বাড়ল! সর্বশেষ পরিসংখ্যান জানিয়ে কী বলল নির্বাচন কমিশন

কমিশনের দেওয়া জেলাওয়াড়ি পরিসংখ্যান বলছে, বিহারে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুজফ্‌ফরপুর জেলায় (৭১.৮১ শতাংশ)। তার পরেই রয়েছে সমস্তিপুর (৭১.৭৪ শতাংশ)। তুলনায় কম ভোট পড়়েছে পটনা (৫৯.০২), সিওয়ান (৬০.৬১)-এর মতো জেলাগুলিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৫:১৭
Share:

বিহারে প্রখম দফায় ভোটের হার আরও বাড়ল! সর্বশেষ পরিসংখ্যান জানাল কমিশন। —প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রথম দফায় বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোট মিটেছে গত বৃহস্পতিবার। ওই দিনই ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রথম দফার নির্বাচনে মোট ৬৪.৬৬ শতাংশ ভোট পড়েছে। শনিবার চূড়ান্ত পরিসংখ্যান জানিয়ে কমিশন বলল, প্রথম দফায় বিহারে প্রাপ্ত ভোটের হার ৬৫.০৮ শতাংশ।

Advertisement

কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় বিহারের ৩ কোটি ৭৫ লক্ষ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটদানের হারে এ বার বিহার নজির গড়েছে বলেও জানিয়েছে কমিশন। ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারের এই আসনগুলিতে মোট ৫৭.২৯ শতাংশ ভোট পড়েছিল। সেই তুলনায় প্রথম দফার নির্বাচনে ৭.৭৯ শতাংশ ভোট বেশি পড়ল।

জেলাওয়াড়ি পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে মুজফ্‌ফরপুর জেলায় (৭১.৮১ শতাংশ)। তার পরেই রয়েছে সমস্তিপুর (৭১.৭৪ শতাংশ)। ৭০ শতাংশের কাছাকাছি রয়েছে মধেপুরা (৬৯.৫৯), সহরসা (৬৯.৩৮), বৈশালী (৬৮.৫০) এবং খাগাড়িয়া (৬৭.৯০) জেলা। তুলনায় কম ভোট পড়়েছে পটনা (৫৯.০২), সিওয়ান (৬০.৬১)-এর মতো জেলাগুলিতে। ভোটদানের সামগ্রিক পরিসংখ্যান দেখে বৃহস্পতিবারই কমিশন বিষয়টিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছিল। ১৯৯৮ সালের বিধানসভা ভোটে বিহারে সার্বিক ভাবে ৬২.৫৭ শতাংশ ভোট পড়েছিল। এত দিন পর্যন্ত সেই হার ছিল সর্বোচ্চ। আগামী ১১ নভেম্বরে দ্বিতীয় দফায় ১২২টি আসনেও ভোটদানের এই হার বজায় থাকলে নতুন রেকর্ড গড়বে বিহার। আগামী ১৪ নভেম্বর ২৪৩টি কেন্দ্রেই গণনা এবং ফলঘোষণা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement