Assam

বন্‌ধে উত্তপ্ত ডিমা হাসাও

ডিমা হাসাও জেলাকে দু’ভাগ করে অডিমাসা জনজাতিদের জন্য পৃথক জেলার দাবিতে অনির্দিষ্টকালের বন্‌ধ ডেকেছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৩
Share:

—ফাইল চিত্র।

বন্‌ধ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল অসমের ডিমা হাসাও জেলা। দফায় দফায় সংঘর্ষ হল বন্‌ধ সমর্থক ও বিরোধীদের মধ্যে। দু’-এক জায়গায় পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাধে। পিকেটাররা বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালায়। বন বিভাগের একটি গাড়ি জ্বালিয়ে দেয় বন্‌ধ সমর্থকরা। পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাসে সাত জন জখম হয়েছে। তাদের হাফলং হাসপাতালে ভর্তি করানো হয়। ডিমা হাসাও জেলাকে দু’ভাগ করে অডিমাসা জনজাতিদের জন্য পৃথক জেলার দাবিতে অনির্দিষ্টকালের বন্‌ধ ডেকেছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম। ডিমাসা অধ্যুষিত এলাকায় বন্‌ধের তেমন প্রভাব পড়েনি। অন্যত্র দোকান, যানবাহন বন্ধ ছিল। প্রশাসন অফিসে আসা বাধ্যতামূলক করলেও কর্মীদের উপস্থিতি ছিল নগণ্য। পুলিশ ইন্ডিজেনাস পিপলস ফোরামের সভাপতি সামসুদ্দিন বে জেমি ও ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভমকে গ্রেফতার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement