হাসপাতাল থেকে ধৃত জঙ্গি

পটনার বাহাদুরপুর হাউসিং কলোনিতে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত, সোনু কুমার পুলিশের জালে ধরা পড়ল। পুলিশ জানিয়েছে, সোনু পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিআইএলএফ) এর সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১০
Share:

পটনার বাহাদুরপুর হাউসিং কলোনিতে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত, সোনু কুমার পুলিশের জালে ধরা পড়ল। পুলিশ জানিয়েছে, সোনু পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিআইএলএফ) এর সদস্য। রাঁচির চুটিয়া থানা এলাকার একটি হাসপাতালে সে ম্যালেরিয়ার লক্ষণ নিয়ে ভর্তি হয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ সোনুকে হাসপাতাল থেকে গ্রেফতার করে। রাঁচির এসপি (শহর) জয়া রায় বলেন, ‘‘সোনু অন্য নাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে অভিযুক্ত অসুস্থ হওয়ায় এখনও তাকে জেরা করার সুযোগ হয়নি।’’ সোনুর বাড়ি বিহারের নালন্দা জেলায়। চলতি বছরের ৩০ মার্চ পটনার বাহাদুরপুর হাউসিং কলোনিতে বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে ‘লোটাস’ মার্কা টাইমার ব্যবহার করা হয়েছিল। এই সংস্থার টাইমারই ব্যবহার করা হয়েছিল ২০১৩ সালের বৌদ্ধগয়ার ধারাবাহিক বিস্ফোরণ ও পটনার গাঁধী ময়দান বিস্ফোরণে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement