CBI

সিবিআইয়ের স্বশাসন ক্ষুণ্ণ হচ্ছে, সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ অলোক বর্মার

আগে শীর্ষ আদালত একটি রায়ে জানিয়েছিল, কোনও কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে সিবিআইয়ের স্বশাসন ব্যবস্থা বজায় রাখা উচিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ২১:৩২
Share:

অলোক বর্মার বাড়ির সামনে গ্রেফতার চার। ছবি: সংগৃহীত।

সিবিআইয়ের মতো দেশের শীর্ষ তদন্তকারী সংস্থার স্বশাসন ব্যবস্থা রীতিমতো ধাক্কা খাচ্ছে। মোদী সরকারকে অস্বস্তি ফেলে সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন সিবিআই কর্তা অলক বর্মা। এই মুহূর্তে সরকারি নির্দেশে তিনি ছুটিতে রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে অলোক বর্মাকে ছুটিতে পাঠিয়ে অন্তর্বর্তিকালীন অধিকর্তা হিসাবে দায়িত্ব দেওয়া হয় নাগেশ্বর রাওকে।

Advertisement

এর আগে শীর্ষ আদালত একটি রায়ে জানিয়েছিল, কোনও কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে সিবিআইয়ের স্বশাসন ব্যবস্থা বজায় রাখা উচিত। সেই নির্দেশের কথা উল্লেখ করে অলোক বর্মা এ দিন সুপ্রিম কোর্টে জানিয়েছেন, সিবিআইয়ের স্বশাসনের সঙ্গে আপোস করা হচ্ছে। যখনই কোনও উচ্চ পদাধিকারীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়, সরকার যে পথে চাইছে, তদন্তের গতিপথ সে দিকে না গেলেই হস্তক্ষেপ করা হয়। আর তাতেই সিবিআইয়ের মতো সংস্থার স্বশাসন ব্যবস্থা ধাক্কা খাচ্ছে বলে দাবি করেছেন অলোক বর্মা। তাঁর এ হেন দাবিতে ঘোরতর অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার।

অলোক বর্মার মতো সিবিআইয়ের বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকেও ছুটিতে পাঠানো হয়েছে। তিনিও তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের করা এফআইআর নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সিবিআইয়ের মতো সংস্থার মর্যাদা বজায় রাখতেই ওই নির্দেশ। তবে এই ছুটিতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে অলোক বর্মা এ দিন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। আগামী শুক্রবার সেই মামলার শুনানি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন