National News

মোবাইলের আইএমইআই নম্বর নষ্ট করলে হতে পারে তিন বছরের জেল

প্রতিটি মোবাইলেই থাকে ১৫ সংখ্যার একটি ‘বিশেষ’ নম্বর। এই নম্বর প্রতিটি মোবাইলের ক্ষেত্রেই আলাদা আলাদা। ফলে আইএমইআই নম্বরটি মোবাইল চিহ্নিত করতে ব্যবহার করা হয়। সরকারের তরফে জানানো হয়েছে, মোবাইলের এই বিশেষ নম্বরটিকে কোনও ভাবে ক্ষতিগ্রস্থ করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ১৭:২৬
Share:

মোবাইলের আইএমইআই নম্বর নষ্ট করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে।

মোবাইলের পিছনে থাকা আইএমইআই নম্বর নষ্ট করলে এ বার জেল পর্যন্ত হতে পারে। এমনটাই জানিয়ে দিল টেলিকম দফতর।

Advertisement

প্রতিটি মোবাইলেই থাকে ১৫ সংখ্যার একটি ‘বিশেষ’ নম্বর। এই নম্বর প্রতিটি মোবাইলের ক্ষেত্রেই আলাদা আলাদা। ফলে আইএমইআই নম্বরটি মোবাইল চিহ্নিত করতে ব্যবহার করা হয়। সরকারের তরফে জানানো হয়েছে, মোবাইলের এই বিশেষ নম্বরটিকে কোনও ভাবে ক্ষতিগ্রস্থ করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।

আরও পড়ুন: পদ্মভূষণের জন্য মনোনীত পিভি সিন্ধু

Advertisement

অনেক সময়ই দেখা যায়, মোবাইল চুরি করে তা লোপাট করার সুবিধার জন্য দুষ্কৃতীরা আইএমইআই নম্বরটি নষ্ট করে দেয়। কিন্তু সম্প্রতি টেলিকম দফতরের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, একমাত্র প্রস্তুতকারক সংস্থা ছাড়া মোবাইলের আইএমইআই নম্বর অন্য কেউ পরিবর্তন বা নষ্ট করতে পারে না। এ ধরনের কাজ আইননত দণ্ডনীয়।

এই আইএমইআই নম্বর প্রতিটি মোবাইলের ক্ষেত্রে আলাদা আলাদা। গ্লোবাল ইন্ডাস্ট্রি বডি জিএসএমএ এই নম্বর নির্ধারণ করে। সিম পরিবর্তন করলে ফোন নম্বর পরিবর্তন হয়, কিন্তু আইএমইআই নম্বর সব সময় একই থাকে। বিশেষ ভাবে সফটওয়্যার পরিবর্তন করেই একমাত্র এই নম্বর পরিবর্তন করা সম্ভব। কোনও ভাবে ফোন হারিয়ে গেলে, বা চুরি হয়ে গেলে এই নম্বর থেকেই ফোন ট্র্যাক করা সম্ভব। ফলে কোনও ভাবে ফোনের আইএমইআই নম্বর ক্ষতিগ্রস্থ হলে ফোন ট্র্যাক করা সম্ভব নয়।

আরও পড়ুন: এয়ার শোয়ের মাঝে সমুদ্রে ভেঙে পড়ল বিমান, দেখুন ভিডিও

টেলিকম ইনফোর্সমেন্ট রিসোর্স অ্যান্ড মনিটরিং জানাচ্ছে, এই মুহূর্তে প্রায় ১৮ হাজার মোবাইলের আইএমইআই নম্বর একই। এই অবস্থা বন্ধ করতেই ভারতীয় টেলিকম আইনের সেকশন ৭ ও সেকশন ২৫ ধারায় তিন বছরের কারাদণ্ডের কথা জানিয়েছে টেলিকম দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন