Ramesh Pokhriyal

১৫ অগস্টের পরে খুলবে স্কুল-কলেজ বললেন পোখরিয়াল

গত শনিবারই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, জুলাই মাসের আগে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ০৪:১৬
Share:

ফাইল চিত্র

অগস্টের পরে দেশের স্কুল-কলেজ খুলে যাবে। এমনটাই জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল। তবে স্বাস্থ্যবিধি মানতেই হবে।

Advertisement

১৬ মার্চ থেকে বন্ধ স্কুল-কলেজ। চরম অনিশ্চয়তায় দিন কাটছে প্রায় ৩৩ কোটি পড়ুয়ার। চিন্তায় স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকেরা। এই পরিস্থিতিতে এক টিভি সাক্ষাৎকারে পোখরিয়াল জানান, সম্ভবত ১৫ অগস্টের পরেই স্কুল-কলেজ খুলবে। তবে নির্দিষ্ট দিন ঘোষণা করেননি।

গত শনিবারই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, জুলাই মাসের আগে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই। তা-ও যদি সংক্রমণের হার কমে, তবেই। প্রথমে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের ক্লাস এবং পরে মাধ্যমিক ও প্রাথমিক খোলা হবে। কড়া সাবধানতা নিয়ে স্কুলের সময়সীমা দু’ভাগে ভাগ হবে। স্কুলের অর্ধেক পড়ুয়া আসবে সকালে। তাদের ছুটি দিয়ে, ফের অর্ধেক পড়ুয়া নিয়ে দুপুরে বসবে স্কুল।

Advertisement

সাক্ষাৎকারে পোখরিয়াল বলেন, ‘‘যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছে এবং হচ্ছে, সবের ফল ১৫ অগস্টের মধ্যে ঘোষণা করার চেষ্টা করছি আমরা।’’ তাঁকে প্রশ্ন করা হয়, সে ক্ষেত্রে ১৫ অগস্টের পরে স্কুল-কলেজ খুলবে কি না— মন্ত্রীর জবাব, ‘‘নিশ্চয়ই’’।

রাজ্য স্কুল শিক্ষা দফতর অবশ্য জানিয়েছে, অগস্টের পরে স্কুল খোলার কোনও নির্দেশ তারা পায়নি।

আরও পড়ুন: পরিযায়ী-ক্ষোভ কমাতে শােহর তির বিরোধীদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন