Theft at Tripura CBI office

দরজা, জানলা এমনকি আলমারি, বাদ গেল না কিছুই! ত্রিপুরায় সিবিআই অফিস ফাঁকা করে দিল চোরেরা

তদন্তে নেমে পুলিশ বিপ্লব দেববর্মা এবং রাজু ভৌমিক নামে দুই সন্দেহভাজকে গ্রেফতার করে। পরে শ্যামলী বাজার এলাকা এবং খেজুর বাগান এলাকা থেকে আরও চার জনকে গ্রেফতার করা হয়।

Advertisement
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬
Share:

চোরেদের কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত।

দরজা, জানলা এমনকি স্টিলের আলমারি— বাদ গেল না কোনও কিছুই। সিবিআই অফিসে ‘অভিযান’ চালিয়ে সব কিছু ফাঁকা করে দিল চোরেরা। ত্রিপুরার আগরতলায় সিবিআই অফিসে এই চুরির ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। চোরেদের এমন কাণ্ড দেখে হতবাক সিবিআই কর্তারাও!

Advertisement

বিষয়টি প্রকাশ্যে আসে গত মঙ্গলবার। আগরতলার শ্যামলী বাজারে রয়েছে সিবিআইয়ের দফতর। গত পাঁচ মাস ধরে এই দফতর বন্ধ। গত মঙ্গলবার সিবিআই আধিকারিকরা শ্যামলী বাজারের ওই দফতরে আসেন। কিন্তু দফতরে পৌঁছেই চমকে ওঠেন তাঁরা। আগে দফতরের যে চেহারা ছিল, পুরোটাই বদলে গিয়েছে। অফিসের জানলা উধাও, দরজা নেই। এমনকি ঘরের ভিতর থেকে গায়েব হয়ে গিয়েছে আলমারি, চেয়ার-সব বেশ কিছু আসবাবও।

এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। সিবিআই ইনস্পেক্টর অনুরাগ চুরির মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ বিপ্লব দেববর্মা এবং রাজু ভৌমিক নামে দুই সন্দেহভাজকে গ্রেফতার করে। পরে শ্যামলী বাজার এলাকা এবং খেজুর বাগান এলাকা থেকে আরও চার জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে ৮টি আলমারি, সাতটি কাঠের চেয়ার, চারটি জানলা, একটি গিজ়ার এবং চারটি ধাতব চেয়ার উদ্ধার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement