National news

চুরির আগে জমিয়ে নাচ চোরের! ধরা পড়ল সিসিটিভিতে

সম্প্রতি দিল্লিতে এমনই ঘটনা সামনে এসেছে রাস্তায় লাগানো সিসিটিভির সৌজন্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৪:০১
Share:

ছবি: ওই সিসিটিভি ফুটেজ সৌজন্যে।

চুরির আগে আঁটঘাট মেপেই মাঠে নামে চোর। তার জন্য যে বাড়িতে চুরি করবে তার উপরে নজর রাখে ক’দিন ধরেই। তারপর ঠিক সময়ে ঝোপ বুঝে কোপ। চুপিসাড়ে বাড়ির ভিতরে ঢুকে দামি জিনিসপত্র, টাকা-গয়না চুরি করে চম্পট দেয়। কিন্তু এমন চোর দেখেছেন কখনও যে চুরির আগে খানিক নেচেও নেয়! সম্প্রতি দিল্লিতে এমনই ঘটনা সামনে এসেছে রাস্তায় লাগানো সিসিটিভির সৌজন্যে।

Advertisement

ওই সিসিটিভিতে ধরা পড়েছে এমনই এক হাস্যকর দৃশ্য। নাচের ঢঙে ওই যুবক ঠিক যেন মাইকেল জ্যাকসন। এত ফুরফুরে মেজাজে যে রয়েছে, তাকে দেখে কে বলবে একটু পরেই শাটার ভেঙে দোকান লুঠ করতে চলেছে সে!

ওই সাদা কালো ফুটেজে দেখা যাচ্ছে, শুনশান গলির একদিকে দোকানের সারি। সব দোকানেরই শাটার নামানো। মুখে কাপড় বাধা এক যুবক রাস্তা ধরে কিছুটা এল। তারপর আচমকাই নাচতে শুরু করে দিল। পিছন থেকে আরও এক যুবক এসে নাচ থামিয়ে তাকে নিয়ে এগিয়ে এল। তারপর গলি রাস্তার পাশের একটি দোকানের তালা ভাঙার চেষ্টা করছে তারা। এ পর্যন্তই ফুটেজে ধরা পড়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই দলে পাঁচ জন চোর ছিল। যারা ওইরাতে এলাকার চারটি দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে লুঠপাঠ চালিয়েছে। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার চুরি হয়েছে ওই রাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement