দেবীপক্ষ থেকেই দেশ জুড়ে নতুন জিএসটি
(পণ্য ও পরিষেবা কর) ব্যবস্থা চালু হয়ে গেল। সোমবার থেকে সমস্ত পণ্যের উপর জিএসটি থাকবে
৫ শতাংশ বা ১৮ শতাংশ। এত দিন প্রচলিত ১২ এবং ২৮ শতাংশের স্তর দু’টি বাতিল করে
দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমছে। গত ৩
সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যের
প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত গৃহীত
হয়। তার পর সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে তা প্রযুক্ত হচ্ছে।
জিএসটি সংস্কারের ফলে উৎসবের
মরসুমের মুখে সাধারণ মানুষের হেঁশেলে স্বস্তি তো বটেই, শিক্ষা, স্বাস্থ্য এমনকি,
সাজসজ্জার সরঞ্জামেও বেশ খানিকটা ছাড় পাওয়া যাবে। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে সে কথা মনে করিয়ে দিয়েছেন। আগেই তিনি এই জিএসটি
সংস্কারকে ‘দ্বিগুণ দীপাবলি’ হিসাবে ব্যাখ্যা করেছিলেন।
কোন কোন জিনিসের দাম কমছে
- দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর ৫
শতাংশ জিএসটি ছিল। তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এই সমস্ত
পণ্যে আর কোনও কর দিতে হবে না।
- কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, পশুচর্বি, সসেজ, সংরক্ষিত বা
রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডল্স, স্প্যাগেটি,
চিজ় এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর ১২
শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে ৫ শতাংশ।
- বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম-সহ অন্যান্য
ফলের উপরেও জিএসটি কমে হয়েছে ৫ শতাংশ। ফলের দাম কমছে।
- জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং
পানীয় জলের ২০ লিটারের বোতলের উপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে ৫ শতাংশ হয়েছে।
- দাম কমছে মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের।
এগুলির উপর ১৮ শতাংশ জিএসটি ছিল। তা ৫ শতাংশে নেমে এসেছে।
- বিড়ির দামও কমছে। বিড়ির পাতার
উপর ১৮ শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে ৫ শতাংশ। বিড়ির উপর ২৮ শতাংশ থেকে জিএসটি কমে
হচ্ছে ১৮ শতাংশ।
- একাধিক জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম,
থার্মোমিটার, অক্সিজেন, গ্লুকোমিটারের দাম কমিয়ে এগুলিকে ৫ শতাংশ জিএসটি-র আওতায়
নিয়ে আসা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকেই যাতে দাম কমে, তা নিশ্চিত করতে বিভিন্ন
ফার্মেসিতে আলাদা করে মূল্য সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে।
- টিভি, এসি, ওয়াশিং মেশিন,
রেফ্রিজারেটরের দাম কমছে। ২৮ শতাংশ থেকে এগুলির উপর জিএসটি কমিয়ে আনা হয়েছে ১৮
শতাংশে।
- ছোট গাড়ি (১২০০ সিসি-র নীচে
পেট্রল, ১৫০০ সিসি পর্যন্ত ডিজ়েল এবং এলপিজি বা সিএনজি), ৩৫০ সিসি-র
নীচে বাইকের দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলিতে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হবে।
বিভিন্ন বৈদ্যুতিক গাড়িতে জিএসটি নেওয়া হবে ৫ শতাংশ।
- পেন্সিল, শার্পনার, ছবি আঁকার রং,
খাতা, মানচিত্র, চার্ট এবং গ্লোবের মতো শিক্ষা সরঞ্জামের উপর থেকে যাবতীয় জিএসটি
প্রত্যাহার করা হয়েছে। এগুলির উপর আর কোনও কর প্রযোজ্য হবে না।
- জুতো এবং জামাকাপড়ের উপর ৫ শতাংশ
জিএসটি প্রযোজ্য। এগুলির দামও আগের চেয়ে কমছে।
- টুথপেস্ট, ব্রাশ, ট্যালকম পাউডার,
শেভিং ক্রিম, চুলের তেল, সাবান, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল এবং বাঁশের তৈরি
বিভিন্ন আসবাবপত্রের দাম কমছে। এগুলির উপর এখন জিএসটি ৫ শতাংশ।
- স্পা, জিম, যোগব্যায়াম কেন্দ্র এবং
বিভিন্ন হেল্থ ক্লাবের খরচ আগের চেয়ে কমবে। এগুলি থেকে নেওয়া হবে ৫ শতাংশ জিএসটি।
- দাম কমছে সিমেন্ট, কৃষিকাজে
ব্যবহৃত যন্ত্রপাতি, সার, ট্র্যাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনের।
- এ ছাড়া, জীবনবিমা ও যে কোনও ধরনের
স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করেছে সরকার।
দাম বাড়ছে কিসের
- বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের
উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে।
- পান মশলা, বাড়তি চিনি
মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। ২৮ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে ৪০
শতাংশ।
- সিগারেট, চুরুট এবং
তামাকজাত যাবতীয় পণ্যের উপর ৪০ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে।
- কয়লার দাম বাড়ছে। পাঁচ থেকে ১৮
শতাংশ হচ্ছে কয়লার উপর জিএসটি।