US deports Indian migrants

আরও ১১২ অবৈধবাসীকে আমেরিকা ফেরত পাঠাল ভারতে, এ দফায় সবচেয়ে বেশি হরিয়ানার বাসিন্দা

আমেরিকা থেকে আরও শতাধিক অবৈধবাসীকে ফেরত পাঠানো হয়েছে ভারতে। রবিবার রাত ১০টা নাগাদ পঞ্জাবের অমৃতসরে অবতরণ করে আমেরিকার সামরিক বিমান। এ বার কোন রাজ্যের কত জন বাসিন্দা ফেরত এলেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৪
Share:

আমেরিকার বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান। —ফাইল চিত্র।

আমেরিকা থেকে বিতাড়িত অবৈধ অভিবাসীদের নিয়ে তৃতীয় বিমান এসে পৌঁছল ভারতে। রবিবার রাত ১০টা নাগাদ শতাধিক অবৈধবাসীকে নিয়ে পঞ্জাবের অমৃতসরে অবতরণ করে আমেরিকার বিমান। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর সে দেশ থেকে অবৈধবাসীদের নিজ নিজ দেশ ফেরত পাঠাতে শুরু করেছেন। শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধবাসীকে ভারতে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বার আরও ১১২ জন অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে নামল মার্কিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই ১১২ জন অবৈধবাসীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন হরিয়ানার বাসিন্দা। পিটিআই জানিয়েছে, হরিয়ানার ৪৪ জন, গুজরাতের ৩৩ জন এবং পঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়। এ ছাড়া উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের এক জন বাসিন্দা রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পঞ্জাবের বাসিন্দা। এ বারের তালিকাতেও পঞ্জাবের বাসিন্দা অবৈধবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তবে হরিয়ানা এবং গুজরাতের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি।

কেন আমেরিকা থেকে অবৈধবাসীদের নিয়ে আসা বিমানগুলিকে পঞ্জাবে অবতরণ করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। তাঁর প্রশ্ন, ‘‘কেন অবৈধবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা বিমান শুধু পঞ্জাবেই নামছে? কেন দেশের রাজধানী দিল্লিতে যাচ্ছে না মার্কিন বিমান?” মানের দাবি, এটি আসলে একটি ‘চক্রান্ত’। তাঁর অভিযোগ, সারা দেশের সামনে পঞ্জাব এবং পঞ্জাবিদের ছোট করার চক্রান্ত করা হচ্ছে। পঞ্জাবে বিমানগুলি অবতরণ করিয়ে বার্তা দেওয়ার চেষ্টা চলছে, যেন শুধু পঞ্জাবিরাই অবৈধ ভাবে আমেরিকায় যান।

Advertisement

ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর গত ৫ ফেব্রুয়ারি ভারতে প্রথম দফায় অবৈধবাসীদের ফেরত পাঠানো হয়। ওই দিন ১০৪ জন অবৈধবাসীকে নিয়ে অমৃতসরে আসে আমেরিকার সামরিক বিমান। তাতে পঞ্জাব, গুজরাত এবং হরিয়ানার বাসিন্দাই বেশি ছিলেন। দ্বিতীয় দফায় শনিবার রাতে পৌঁছোনো বিমানটিতেও ১১৬ জনের মধ্যে ৬৫ জন ছিলেন পঞ্জাবের বাসিন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement