Find a Toilet apps

এটিএম-এর মতো অ্যাপসেই মিলবে শৌচালয়ের সন্ধান

নরেন্দ্র মোদীর স্বপ্নের দুই প্রকল্প ‘স্বচ্ছ ভারত’ এবং ‘ডিজিটাল ইন্ডিয়া’র যৌথ ভাবনায় একটি নতুন অ্যাপস আনছে কেন্দ্র। অ্যাপটির নাম ‘ফাইন্ড আ টয়লেট’। রেস্তোরাঁ, এটিএম কিংবা ওলা, উবের বুক করার জন্য যে ভাবে গুগল ম্যাপের সাহায্য চান, সেই রকমই এই অ্যাপসে খুঁজে পাবেন ইতিউতি থাকা সুলভ শৌচালয়ের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ১৬:৫৭
Share:

‘ফাইন্ড আ টয়লেট’

নরেন্দ্র মোদীর স্বপ্নের দুই প্রকল্প ‘স্বচ্ছ ভারত’ এবং ‘ডিজিটাল ইন্ডিয়া’র যৌথ ভাবনায় একটি নতুন অ্যাপস আনছে কেন্দ্র। অ্যাপটির নাম ‘ফাইন্ড আ টয়লেট’। রেস্তোরাঁ, এটিএম কিংবা ওলা, উবের বুক করার জন্য যে ভাবে গুগল ম্যাপের সাহায্য চান, সেই রকমই এই অ্যাপসে খুঁজে পাবেন ইতিউতি থাকা সুলভ শৌচালয়ের। সরকারি সূত্রের খবর, নভেম্বরের শেষে ‘ফাইন্ড আ টয়লেট’ অ্যাপস লঞ্চ করতে চলেছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক। দিল্লির এনসিআর সংলগ্ন মোট ৫১০০ টি টয়লেট এই অ্যাপসের আওতায় আনা হবে, সূত্রের খবর।

Advertisement

অ্যাপস প্রসঙ্গে কেন্দ্রীয় এক আধিকারিক জানান, “শুধুমাত্র যত্রতত্র প্রস্রাব বন্ধ করাই লক্ষ্য নয়, অচেনা জায়গায় যাতে কোনও ব্যক্তি অসুবিধায় না পড়েন তার জন্যই অ্যাপসের মাধ্যমে এই পরিষেবা।” শপিং মল, পেট্রোল পাম্প কিংবা পাবলিক প্লেসে থাকা সুলভ শৌচালয়গুলি কতটা পরিষ্কার রয়েছে তার র‌্যাঙ্ক দিতে পারবেন। এমনকী, বাইরে বেরলে টয়লেট না পেয়ে মহিলারা যে বিপদে পড়েন, সে ক্ষেত্রে অনেক সুবিধা করে দেবে এই অ্যাপস বলে মনে করছেন ওয়াকিবহল।

আরও খবর- রেলের ওয়াইফাইয়ে নিখরচার নেটে পর্ন দেখার রমরমা

Advertisement

আরও খবর- পুজোর বাঁকে বাঁকিপুটের হাতছানি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন