National News

মেয়ের বিয়েতে গৃহহীনদের ৯০টি বাড়ি উপহার দিলেন ব্যবসায়ী!

প্রতিদিন দু’বেলা মুখের গ্রাস জোগাতেই হিমশিম খেতে হত তাঁদের। মাথার ওপর পাকা ছাদের স্বপ্ন দেখা ওঁদের কাছে ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদ ধরারই নামান্তর। কিন্তু তাঁদের সেই ‘অলীক’ স্বপ্নকেই বাস্তবের পূর্ণতা দিলেন মহারাষ্ট্রের এক ব্যবসায়ী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ১১:১৬
Share:

কেউ ৫০০ কোটি টাকা ব্যয় করে মেয়ের বিয়ে দেন। কেউ আবার মেয়ের বিয়েতে ১.৫ কোটি টাকা খরচ করে গৃহহীনদের দেন আশ্রয়!

Advertisement

প্রতিদিন দু’বেলা মুখের গ্রাস জোগাতেই হিমশিম খেতে হত তাঁদের। মাথার ওপর পাকা ছাদের স্বপ্ন দেখা ওঁদের কাছে ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদ ধরারই নামান্তর। কিন্তু তাঁদের সেই ‘অলীক’ স্বপ্নকেই বাস্তবের পূর্ণতা দিলেন মহারাষ্ট্রের এক ব্যবসায়ী। নিজের মেয়ের বিয়েতে বিলাস ব্যসনে কোটি কোটি টাকা খরচ না করে ৯০টি পরিবারকে দিলেন মাথা গোজার ঠাঁই। কিন্তু হঠাৎ কেন এমন ভাবনা মহারাষ্ট্রের অরঙ্গাবাদের কাপড়ের পাইকারি ব্যবসায়ী অজয় মুনতের?

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সমাজের প্রতি আমারও কিছু কর্তব্য আছে। সমাজকেও কিছু ফিরিয়ে দেওয়া উচিত। আমি শুধু সেটাই করেছি।”

Advertisement

ব্যবয়ায়ী অজয় মুনত

মেয়ের বিয়েতে শুধুমাত্র বিলাসবহুল হোটেল বুক করে এক গাদা টাকা খরচ করার পক্ষপাতি নন তিনি। তাই চেষ্টা করেছেন একটি ভাল কিছু করার। আর এই ভাবনা থেকেই অরঙ্গাবাদে প্রায় ২ একর জমির ওপর ৯০টি এক কামরার ঘর তৈরি করেছেন তিনি। এরই মধ্যে ৪০টি গৃহহীন পরিবারকে নিয়ে এসেছেন সেই ঘরে। আরও সম্বলহীন পরিবারকে নিয়ে আসার কাজ চলছে।

বাবার এই কাজে খুশি মেয়ে শ্রেয়া মুনতও।

দেখুন ভিডিও:

আরও পড়ুন: শিলংয়ে প্রসূতি, বিরল গ্রুপের রক্ত পৌঁছল কলকাতা থেকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন