Mushroom

Viral: ক্যানসার সারানোর উপাদান রয়েছে এই মাশরুমে, এর দাম চোখ কপালে তুলবে

সোনালি রঙের এই মাশরুম ‘হিমালয়ান গোল্ড’ নামে পরিচিত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৪:০৬
Share:

ফাইল চিত্র।

গবেষণাগারে কাচের বয়ামে বহু মূল্যবান মাশরুম সফল ভাবে উৎপাদন করলেন গুজরাত ইনস্টিটিউট অব ডেজার্ট ইকলজি (গাইড)-এর বিজ্ঞানীরা। সাধারণত চিন এবং তিব্বতে পাওয়া এই মাশরুমের মধ্যে বহু ওষধি গুণ রয়েছে। এক কিলোগ্রাম এই মাশরুমের দাম দেড় লক্ষ টাকা।

Advertisement

গাইড-এর বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে গবেষণাগারের পরিবেশে ৯০ দিনের মধ্যে ৩৫টি কাচের জারে এই মাশরুম উৎপাদন করেছেন। গাইড-এর বিজ্ঞানীদের দাবি, ‘করডিসেপস মিলিটারিস’ প্রজাতির এই মাশরুম স্তন ক্যানসারের চিকিৎসায় বেশ কার্যকরী।

সোনালি রঙের এই মাশরুম ‘হিমালয়ান গোল্ড’ নামে পরিচিত। এর মধ্যে অ্যান্টি টিউমার উপাদান রয়েছে। ক্রনিক ব্রঙ্কাইটিস, কিডনি এবং ভাইরাল হেপাটাইটিটসের চিকিৎসায় কার্যকরী এই মাশরুম। শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও এই মাশরুম যথেষ্ট কার্যকর বলে দাবি বিজ্ঞানীদের। গাইডের শীর্ষ স্তরের বিজ্ঞানী কে কার্তিকেয়ন জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় জানা গিয়েছে, এই মাশরুমের নির্যাস স্তন ক্যানসারের টিউমারের আকার কমাতে সক্ষম। প্রস্টেট ক্যানসারের চিকিৎসায় এর কার্যকারীতা নিয়েও গবেষাণা চালছে বলে জানিয়েছেন কার্তিকেয়ন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন