Mutton Biryani

Biryani: ফল বা মিষ্টি নয়, এই মন্দিরের ‘প্রসাদ’ মটন বিরিয়ানি!

প্রতি বছর জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই উৎসব হয়। তিন দিন ধরে চলে এই উৎসব।

Advertisement

সংবাদ সংস্থা

মাদুরাই শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪৮
Share:

প্রতীকী ছবি।

সাধারণত মন্দিরে প্রসাদ হিসেবে ফল, মিষ্টি বা বাতাসা দেওয়ার চল আছে। কিন্তু এ দেশেই এমন একটি মন্দির আছে যেখানে ফল বা মিষ্টি নয়, ‘প্রসাদ’ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় বিরিয়ানি!

তামিলনাড়ুর মাদুরাইয়ে মুনিয়ান্দি মন্দিরে ১৯৭৩ সাল থেকে এই রীতি চলে আসছে। এর নেপথ্যে একটি কাহিনিও রয়েছে। ওই সময় মাদুরাইয়ের বারাকামপাত্তি গ্রামের এক ব্যক্তি হোটেলের ব্যবসা শুরু করেন। সেই ব্যবসা সফল হওয়ায় ওই ব্যক্তি মন্দিরের বিগ্রহকে উৎসর্গ করে একটি মহাভোজের আয়োজন করেন। ভোজ হিসাবে মটন বিরিয়ানি খাওয়ানো হয়। তার পর থেকেই ওই মন্দিরকে কেন্দ্র একটি উৎসব হয়। যা মুনিয়ান্দি উৎসব নামে পরিচিত। প্রতি বছর জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই উৎসব হয়। তিন দিন ধরে চলে এই উৎসব।

Advertisement

ঘটনাচক্রে ওই ব্যক্তির হোটেল ব্যবসা ব্যাপক সাফল্য পাওয়ায় গ্রামের বহু মানুষ হোটেলের ব্যবসায় নামেন। আশ্চর্যের বিষয় এই যে, ওই মন্দিরের আশপাশে যে ক’টি হোটেল রয়েছে প্রতিটির নামের সঙ্গে মুনিয়ান্দি নামটি যুক্ত রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন