অভিন্ন জয়েন্ট এ বার নয়

চলতি বছর মেডিক্যালে অভিন্ন জয়েন্ট ব্যবস্থা চালু হচ্ছে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে অন্তত এ বছরে রাজ্যগুলির নিজস্ব মেডিক্যাল জয়েন্টের মাধ্যমে পড়ুয়া ভর্তিতে আর কোনও অসুবিধা রইল না। গত ৯ মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, চলতি বছর থেকেই অভিন্ন জয়েন্টের মাধ্যমে ছাত্র ভর্তি করতে হবে রাজ্যগুলিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০৩:৫১
Share:

চলতি বছর মেডিক্যালে অভিন্ন জয়েন্ট ব্যবস্থা চালু হচ্ছে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে অন্তত এ বছরে রাজ্যগুলির নিজস্ব মেডিক্যাল জয়েন্টের মাধ্যমে পড়ুয়া ভর্তিতে আর কোনও অসুবিধা রইল না। গত ৯ মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, চলতি বছর থেকেই অভিন্ন জয়েন্টের মাধ্যমে ছাত্র ভর্তি করতে হবে রাজ্যগুলিকে। কিন্তু রাজ্যগুলির আপত্তির কারণে ওই নির্দেশকে অগ্রাহ্য করে একটি অধ্যাদেশ আনে কেন্দ্র। যাতে চলতি বছরের জন্য ওই নিয়ম শিথিল করা হয়। এর পর অধ্যাদেশের উপরে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মামলায় আজ শীর্ষ আদালত জানিয়েছে, পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে কোনও স্থগিতাদেশ আনা হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement