National News

এসি, ফ্রিজ, গাড়ি আছে? সরকারি প্রকল্পে মিলবে না সুযোগ

সম্প্রতি বিবেক দেবরায় কমিটির তরফে একটি আর্থ-সামাজিক সমীক্ষা চালানো হয়েছে। সেই প্রস্তাবেই বলা হয়েছে, শুধুমাত্র এসি, চার চাকা বা ফ্রিজই নয়, ওয়াশিং মেশিন, দু’চাকার গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ০৯:২৬
Share:

—ফাইল চিত্র

সরকারের নজর এ বার আপনার বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপরেও। যদি বাড়িতে থাকে এয়ার কন্ডিশনার, ফ্রিজ বা চার চাকার গাড়ি— তা হলে সরকারি সামাজিক প্রকল্পগুলোর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আপনি।

Advertisement

সম্প্রতি বিবেক দেবরায় কমিটির তরফে একটি আর্থ-সামাজিক সমীক্ষা চালানো হয়েছে। সেই প্রস্তাবেই বলা হয়েছে, শুধুমাত্র এসি, চার চাকা বা ফ্রিজই নয়, ওয়াশিং মেশিন, দু’চাকার গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ এই জিনিসগুলি আপনার বাড়িতে থাকলে সরকারের সামাজিক প্রকল্পগুলির তালিকা থেকে কাটা যাবে আপনার নাম।

আরও পড়ুন: নোটবন্দির পাল্লা ঝুঁকে লোকসানে, স্ট্যান্ডিং কমিটি সূত্রের ইঙ্গিত

Advertisement

বিবেক দেবরায় কমিটির পেশ করা ওই রিপোর্টে জানানো হয়েছে, বাসস্থান, আর্থ-সামাজিক মাপকাঠি এবং পেশার উপর ভিত্তি করে এই প্রকল্পে সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হবে। এই বিষয়গুলির উপর ০-১২ পর্যন্ত র‌্যাঙ্কিংও করা হবে। সেই র‌্যাঙ্কিং অনুযায়ী সরকারি সামাজিক প্রকল্পে তালিকাভুক্ত করা হবে আপনার নাম।

আরও পড়ুন: বেল্টে ঝুলছে ছেলে, সন্দেহ গেম-কে

এর আগেও ২০১২ সালে এ আর হাশিম কমিটি শহরের নিম্নবিত্তদের উপর একটি সমীক্ষা চালিয়েছিল। যদিও সেই সময় কমিটির পেশ করা রিপোর্ট গ্রহণ করেনি সরকার। হাশিম কমিটিতে ৪১ শতাংশ শহুরে নিম্নবিত্তকে সামাজিক প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় ফেলা হয়েছিল। এ বার দেবরায় কমিটি সেই সংখ্যাটা বাড়িয়ে করেছে ৫৯ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement