দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হল। অসমের নলবাড়ির এই দুর্ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, আজ সকালে বরপেটাগামী একটি বিশাল ট্রেলারের সঙ্গে বড়মা থেকে নলবাড়িগামী যাত্রীবাহী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সুরাদি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৪ জন।