কলেজের কাছেই কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মেডিক্যালের তিন ছাত্রী। তামিলনাড়ুর ভিল্লুপুরমের ঘটনা। উদ্ধার হওয়া সুইসাইড নোটে কলেজ কর্তৃপক্ষকেই দায়ী করেছেন ওই তিন ছাত্রী। সূত্রের খবর, এক মাসেরও বেশি সময় ধরে কলেজের পরিকাঠামো নিয়ে প্রতিবাদ করে আসছিলেন তাঁরা। অভিযোগ, এতে কোনও কর্ণপাতই করেননি কলেজ কর্তৃপক্ষ। তাই প্রতিবাদের রাস্তা হিসাবে আত্মহত্যাকেই বেছে নেন তাঁরা।
তবে ওই পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েদের খুন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকেই এর জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতনেরও অভিযোগ তুলেছেন মৃতাদের পরিবার।
এই ঘটনায় ওই ইনস্টিটিউট-এর চেয়ারম্যান সোক্কার বর্মার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।