Gujarat Incident

‘চোলাই মদ’ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু তিন জনের! সুরাবর্জিত গুজরাতে কারণ নিয়ে ধন্দ

১৯৬০ সাল থেকে গুজরাতে মদ নিষিদ্ধ। সেই রাজ্যে কী ভাবে ওই তিন জন বিষাক্ত মদ হাতে পেলেন, সত্যিই তাঁরা মদ্যপান করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১
Share:

মদ্যপান করার পরেই অসুস্থ হয়ে মৃত্যু গুজরাতের তিন শ্রমিকের। —প্রতীকী চিত্র।

মদ্যপান করার পরেই অসুস্থ হয়ে মারা গেলেন গুজরাতের তিন শ্রমিক। তাঁদের পরিবারের দাবি, তিন জনেই বিষাক্ত চোলাই মদ খেয়েছিলেন। যদিও ফরেন্সিক পরীক্ষায় তিন জনের রক্তের নমুনায় মেথানল পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

১৯৬০ সাল থেকে গুজরাতে মদ নিষিদ্ধ। সেই রাজ্যে কী ভাবে ওই শ্রমিকেরা বিষাক্ত মদ হাতে পেলেন, সত্যিই তাঁরা মদ্যপান করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাতের খেড়া জেলার নাদিয়াড় এলাকার বাসিন্দা ওই তিন জন রংমিস্ত্রি হিসাবে কাজ করতেন। সত্যিই তাঁরা চোলাই মদ খেয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ‘ড্রাই স্টেট’ গুজরাতে মদ তৈরি, বিক্রি, মজুত এবং খাওয়া নিষিদ্ধ। গত মাসেই অবৈধ ভাবে মদ তৈরির অভিযোগে মেহসানা জেলা থেকে দু’জনকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement