National News

অন্ধ্রপ্রদেশে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি

রাস্তার পাশেই তিন তলা বাড়ি। তাতে কয়েকটি পরিবার থাকত। মালিক নোটিস পাওয়ার পরই বাসিন্দাদের ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

গুন্টুর শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ১২:২৪
Share:

চোখের নিমেষে গোটা বাড়িটি মাটিতে মিশে যায়। ছবি সৌজন্যে: ইউটিউব।

রাস্তা সম্প্রসারণের কাজ হবে। তাই বাড়ির মালিককে আগেভাগেই নোটিস দিয়েছিল প্রশাসন যে বাড়ির একাংশ ভেঙে দেওয়া হবে।

Advertisement

রাস্তার পাশেই তিন তলা বাড়ি। তাতে কয়েকটি পরিবার থাকত। মালিক নোটিস পাওয়ার পরই বাসিন্দাদের ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। অর্ধেক ভাঙা অবস্থাতেই পড়ে ছিল বাড়িটি। কিন্তু শনিবার যা ঘটল তাতে বড়সড় বিপদ ঘটে যেতে পারত!

আরও পড়ুন: নো-পার্কিংয়ে দাঁড়িয়ে স্তন্যদান, গাড়িসুদ্ধ তুলে নিয়ে গেল পুলিশ

Advertisement

স্বচ্ছ ভারতের সমালোচনায় রাষ্ট্রপুঞ্জের দূত

দেখুন ভিডিও

বেলা তখন অনেকটাই গড়িয়েছে। রাস্তা দিয়ে লোকজনও চলাচল করছিল। হঠাত্ই সেই তিন তলা বাড়িটা চোখের নিমেষে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তায়। এক প্রত্যক্ষদর্শী জানান, দেখতে দেখতেই খেলনার মতো ভেঙে পড়ল গোটা বাড়িটা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। কী ভাবে ভেঙে পড়ল বাড়িটা তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন