খুন বাঘ

লোকালয়ে ঢুকে সপ্তাহখানেক ধরে আতঙ্ক ছড়ানোর পর অবশেষে খুনই হল খুনি বাঘ। শনিবার তামিলনাড়ুর দেভরশোলাই এলাকায় বন দফতরের কর্মীরা ওই বাঘটিকে গুলি করে মারে।

Advertisement

চেন্নাই

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:৩৬
Share:

লোকালয়ে ঢুকে সপ্তাহখানেক ধরে আতঙ্ক ছড়ানোর পর অবশেষে খুনই হল খুনি বাঘ। শনিবার তামিলনাড়ুর দেভরশোলাই এলাকায় বন দফতরের কর্মীরা ওই বাঘটিকে গুলি করে মারে। সম্প্রতি ওই বাঘের আক্রমণে মৃত্যু হয় এক শ্রমিকের। তার পরেই বাঘটিকে ধরতে বন দফতরের তিনটি দল আসে এলাকায়। সঙ্গে ছিল পুলিশের বিশেষ বাহিনীও। বাঘের গতিবিধি নজরবন্দি করতে ১০টি ক্যামেরা ও ছ’টি খাঁচা লাগানো হয়। প্রায় ১৫০ জন কর্মী লাগাতার চেষ্টা করে অবশেষে শনিবার বিকেলে বাঘটিকে গুলি করে মারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement