ধরা পড়েছে টাইগার মেমন— পাকিস্তান সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই আলোড়ন পড়ে যায় ভারতে। এর পরই পাকিস্তানের একটি টুইটে কাটে ধন্দ। জানা গেল এ টাইগার সে টাইগার নয়। ১৯৯৩ সালের মুম্বই হামলায় মূল অভিযুক্ত টাইগার মেমনের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফুরকান নামে এক ব্যক্তি ফেসবুকে মহিলাদের উত্যক্ত করত বলে অভিযোগ। বুধবার তাকেই গ্রেফতার করে পাকিস্তান পুলিশ।