মহিলা সংরক্ষণের চ্যালেঞ্জ তৃণমূলের

তিন তালাক বিরোধী বিল নিয়ে সংসদে আজ সরব হলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্য বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে তিনি দাবি তুলেছেন, বিলটিকে সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। বিরোধীদের আপত্তি সত্ত্বেও বিলটি আজ লোকসভায় পাশ হয়ে যায়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ০২:৪৩
Share:

—ছবি পিটিআই।

তিন তালাক বিরোধী বিল নিয়ে সংসদে আজ সরব হলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্য বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে তিনি দাবি তুলেছেন, বিলটিকে সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। বিরোধীদের আপত্তি সত্ত্বেও বিলটি আজ লোকসভায় পাশ হয়ে যায়।

Advertisement

তৃণমূলের বক্তব্য, মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় অবশ্যই তাঁদের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু যে ভাবে ওই বিলটি আনা হয়েছে, তাতে আপত্তি রয়েছে তাদের। আজ সুদীপবাবু লোকসভায় বলেন, ‘‘ওই বিলে বলা হয়েছে, যিনি তিন তালাক দেবেন, সেই মুসলিম পুরুষের তিন বছরের কারাদণ্ড হবে। আমরা এর তীব্র বিরোধিতা করছি।’’ তৃণমূলের যুক্তি, যে ব্যক্তির তিন বছরের সাজা হবে, তাঁর পক্ষে ‘প্রাক্তন’ স্ত্রীকে ভরণপোষণ দেওয়া সম্ভব হবে না। এতে প্রকৃতপক্ষে ওই মহিলাই আরও সমস্যায় পড়বেন। পরে সুদীপবাবু যোগ করেন, ‘‘কেন্দ্রের শাসক দল যদি মহিলাদের ক্ষমতায়ন নিয়ে সত্যিই ভাবিত হয়, তা হলে লোকসভা-বিধানসভায় আইন করে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হোক। তৃণমূল ইতিমধ্যেই তা করে দেখিয়েছে। আমাদের দলে লোকসভার সদস্যদের মধ্যে ৩৫ শতাংশই মহিলা।’’

আগামিকাল বা সোমবার বিলটি নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু হওয়ার কথা। লোকসভায় বিজেপি সংখ্যার জোরে বিল পাশ করিয়ে নেবে বুঝতে পেরে রাজ্যসভার রণকৌশল ঠিক করতে আজ সকালেই কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের সঙ্গে বৈঠকে বসেন অন্য বিরোধী দলগুলির নেতারা। ঠিক হয়, বিলটির কোনও কোনও ধারা নিয়ে যখন প্রায় সব বিরোধী দলেরই আপত্তি রয়েছে, তাই আলোচনার জন্য সেটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হবে। পরে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘রাজ্যসভায় এখনও বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ। তাই বিরোধীরা একজোট হয়ে বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন