Vande Mataram Debate

চ্যালেঞ্জ ঋতব্রতের

বিজেপি-র পশ্চিমবঙ্গের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “বন্দে মাতরমের পবিত্র ভূমির উপর বাবরি মসজিদ (তৃণমূলের নিলম্বিত বিধায়ক হুমায়ূন কবীর যার ভিত্তি স্থাপন করেছেন) তৈরির চেষ্টা চলছে বাংলায়। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খোলাখুলি আমন্ত্রণ জানানো হচ্ছে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৯:০২
Share:

তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

বন্দে মাতরম্ নিয়ে আলোচনায় আজ রাজ্যসভায় বিজেপি-র দিকে চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, “সাহস থাকলে ভোটের আগে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলুন, দেশভাগের জন্য রবীন্দ্রনাথ দায়ী। ১০ কোটি বাঙালি আপনাদের বন্দে মাতরমের অর্থ বুঝিয়ে দেবে।” তাঁর কথায়, “অসমে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গাওয়ার জন্য। আমি তো বাংলায় বক্তৃতা দিচ্ছি। তা হলে কি আমাকে বাংলাদেশি বলা হবে?” প্রধানমন্ত্রীর ‘বঙ্কিমদা’ এবং সূর্য সেনকে ‘মাস্টার’ সম্বোধন নিয়েও সরব হয়েছেন ঋতব্রত।

বিজেপি-র পশ্চিমবঙ্গের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “বন্দে মাতরমের পবিত্র ভূমির উপর বাবরি মসজিদ (তৃণমূলের নিলম্বিত বিধায়ক হুমায়ূন কবীর যার ভিত্তি স্থাপন করেছেন) তৈরির চেষ্টা চলছে বাংলায়। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খোলাখুলি আমন্ত্রণ জানানো হচ্ছে।” হিন্দিতে বক্তৃতা দিয়েছেন শমীক। তৃণমূল বেঞ্চের কটাক্ষ, তাঁকে বাড়তি দু’মিনিট দেওয়া হোক যাতে তিনি বাংলায় বলতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন