বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রান পাচ্ছিল না বৈভব সূর্যবংশী। ভারতের জার্সি গায়ে নেমেই চেনা মেজাজে ১৪ বছরের ব্যাটার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৬ বলে শতরান পূর্ণ করল বৈভব।
ছোটদের এশিয়া কাপে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আমিরশাহির অধিনায়ক ইয়ায়িন কিরণ রাই। প্রথমে ব্যাট করার সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছে ভারত। বলা ভাল বৈভব। অধিনায়ক আয়ুষ মাত্রে ১১ বলে ৪ রান করে আউট হয়ে গেলেও বৈভব চেনা ফর্মে। ২২ গজের এক প্রান্ত আগলে রেখে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছে। শুক্রবার ৫০ ওভারের ম্যাচের শুরুতে কিছুটা সাবধানি দেখিয়েছে বৈভবকে। থিতু হওয়ার পর আর রেয়াত করেনি প্রতিপক্ষ বোলারদের। ২০ ওভারের ক্রিকেটের গতিতে রান তুলেছে। তিন নম্বরে নামা অ্যারন জর্জের সঙ্গে প্রায় ২০০ রানের জুটি তৈরি করেছে। সেই জুটিতেও বৈভবেরই দাপট।
শতরান করার পথে বৈভব মেরেছে ৫টি চার এবং ৯টি ছয়। শতরান পূর্ণ করার পর বৈভব আরও আগ্রাসী। স্ট্রাইক রেট ১৮৫-র বেশি। বৈভবের দাপটে ২৫ ওভারে ভারতের রান ১ উইকেটে ২০৪।