National news

জাল রুখতে ৩-৪ বছর অন্তর বদলানো হবে নোটের নিরাপত্তা ব্যবস্থা, জানাল কেন্দ্র

নোট জাল রুখতে প্রতি তিন-চার বছর অন্তর এর নিরাপত্তা ব্যবস্থা বদলানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বৃহস্পতিবার এই নিয়ে একটি বৈঠক করেন স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৮:০৯
Share:

ফাইল চিত্র।

নোট জাল রুখতে প্রতি তিন-চার বছর অন্তর এর নিরাপত্তা ব্যবস্থা বদলানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বৃহস্পতিবার এই নিয়ে একটি বৈঠক করেন স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, অধিকাংশ উন্নত দেশেই এই ব্যবস্থা চালু রয়েছে। নোট জাল রুখতে তিন-চার বছর অন্তরই ওই সমস্ত দেশগুলো নোটের নিরাপত্তা ব্যবস্থা বদলে দেওয়া হয়। কিন্তু, ভারতে এখনও পর্যন্ত সে রকম কিছু করা হয়নি। ২০০০ সালে প্রথম ১০০০ টাকার নোট আনা হয়। তার পর থেকে ২০১৬ সালে তা বাতিল হওয়ার দিন পর্যন্ত ১০০০ টাকার নোটে কোনও বদল আনা হয়নি। ১৯৮৭ সালে ৫০০ টাকার নোট চালু করা হলেও ২০১৬ সালে পুরনো ৫০০ টাকার নোট বাতিলের ঘোষণা হওয়ার আগে পর্যন্ত তারও নিরাপত্তা ব্যবস্থা বিন্দুমাত্র বদলানো হয়নি। দীর্ঘ দিন নোটের নিরাপত্তা ব্যবস্থা একই থাকায় তা খুব সহজেই জাল করে ফেলে ভুয়ো নোটের কারবারিরা। ফলে সাধারণ মানুষের পক্ষে আসল-নকল নোটের ফারাক বোঝায় অসুবিধা হয়।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ-সড়ক খুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন