National News

বিয়ের পবিত্রতা রাখতে কড়া শাস্তিই থাকুক ব্যাভিচারে, সুপ্রিম কোর্টে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের তরফে বুধবার সুপ্রিম কোর্টে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘বিয়ের পবিত্রতা ও ভারতীয় সমাজব্যবস্থার ভাবাদর্শ বজায় রাখতে’ মোদী সরকার ব্যাভিচারের ক্ষেত্রে কঠোর শাস্তির পক্ষে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ২২:১৫
Share:

সুপ্রিম কোর্ট। -ফাইল চিত্র।

বিয়ের পবিত্রতা বজায় রাখতে বিবাহ বহির্ভূত সম্পর্ক ‘শাস্তিযোগ্য অপরাধ’ই।

Advertisement

কেন্দ্রীয় সরকারের তরফে বুধবার সুপ্রিম কোর্টে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘বিয়ের পবিত্রতা ও ভারতীয় সমাজব্যবস্থার ভাবাদর্শ বজায় রাখতে’ মোদী সরকার ব্যাভিচারের ক্ষেত্রে কঠোর শাস্তির পক্ষে।

সংশ্লিষ্ট মামলায় কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তারই প্রেক্ষিতে এ দিন সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে এ কথা জানিয়ে দেওয়া হয়।

Advertisement

ভারতে ব্যাভিচার সংক্রান্ত আইনটি ১৫৭ বছরের পুরনো। ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ নম্বর ধারায় বলা হয়েছে, কোনও বিবাহিত পুরুষ যদি কোনও পরস্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হল, তা হলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। তা ব্যাভিচার হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে দোষীর জেলও হতে পারে।

বহু পুরনো আইনটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয় গত বছর। তাতে ব্যাভিচারের ঘটনায় পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত মহিলারও শাস্তির আর্জি জানানো হয়। এ ব্যাপারে গত ডিসেম্বরে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে নোটিস পাঠায় তার মতামত জানানোর জন্য।

আরও পড়ুন- বিচারপতি নিয়োগ নিয়ে সওয়াল আইনমন্ত্রীর​

আরও পড়ুন- বিচারপতি জোসেফ নিয়ে স্থগিত সিদ্ধান্ত​

পিটিশনকারীর বক্তব্য ছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় যদি এক জন পুরুষের শাস্তি হয়, তা হলে সেই সম্পর্কে থাকা এক জন মহিলারও শাস্তি হবে না কেন?

গত ডিসেম্বরে শীর্ষ আদালতও তার পর্যবেক্ষণে জানায়, ‘‘ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ নম্বর অনুচ্ছেদ ও ফৌজদারি বিধির ১৯৮ (২) অনুচ্ছেদে লিঙ্গ নিরপেক্ষতার বিষয়টি অনুপস্থিত। তাই এই আইনটি খতিয়ে দেখার প্রয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন