News Of The Day

কী অবস্থা দেশীয় বাণিজ্যের, কোন পথে কূটনীতি। আবহাওয়া। ওভাল টেস্টের চতুর্থ দিন। বোলপুরে বৈঠক। আর কী

মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কোনও রাখঢাক রাখেননি তিনি। নিজের সমাজমাধ্যম পোস্টে রাশিয়া থেকে ভারতের তেল এবং অস্ত্র কেনায় নিজের অসন্তোষের কথা স্পষ্টতই উল্লেখ করেছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কোনও রাখঢাক রাখেননি তিনি। নিজের সমাজমাধ্যম পোস্টে রাশিয়া থেকে ভারতের তেল এবং অস্ত্র কেনায় নিজের অসন্তোষের কথা স্পষ্টতই উল্লেখ করেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের জন্য দিল্লির উপর ‘জরিমানা’ (পেনাল্টি) চাপানোরও কথা বলেছেন তিনি। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনও মন্তব্য করেননি ট্রাম্প। মাঝে শোনা যাচ্ছিল ট্রাম্পের হুঁশিয়ারির পরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি নাকি রাশিয়ার থেকে খনিজ তেল কেনা বন্ধ রেখেছে। তবে শনিবার সেই দাবি উড়িয়ে কেন্দ্রীয় সরকারি সূত্র জানিয়েছে, এখনই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না ভারত। এ অবস্থায় ভারতের বাণিজ্য এবং কূটনীতির দিকে নজর থাকবে আজ।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় ড্র করার লক্ষ্যে লড়াই করছে ভারত। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের শতরান এবং নৈশপ্রহরী আকাশদীপ, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের অর্ধশতরানে ভারত ৩৯৬ রান তুলেছে। দিনের শেষে ইংল্যান্ড ১ উইকেটে ৫০। তাদের আরও ৩২৪ রান দরকার। সুনীল গাওস্কর-মাইকেল ভন মনে করছেন ওভালের সবুজ উইকেটে এই রান তাড়া করা কঠিন। এখনও দু’দিন খেলা বাকি। আজ চতুর্থ দিনের খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে সোমবার পর্যন্ত ভারী দুর্যোগ উত্তরবঙ্গে। আজ উত্তরবঙ্গের ছয় জেলায় সতর্কতা জারি রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে জারি রয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সতর্কতা জারি না থাকলেও চলবে ঝড়বৃষ্টি। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। ওই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। ঝড়বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতেও।

প্রথম দিনেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। আজ ফের এই শিবির বসবে পাড়়ায় পাড়ায়। এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলেই মত নবান্নের একাংশের আধিকারিকের। রাজ্যের প্রতিটি বুথে বরাদ্দ ১০ লক্ষ টাকার ব্যয় কিসে হবে, তা ঠিক করবেন সাধারণ মানুষ। প্রথম ধাপে ২৭ হাজারেরও বেশি ‘জনতার দরবার’ শিবিরের মাধ্যমে প্রায় ৮ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হবে। প্রত্যেক শিবিরে থাকছে সরকারি আধিকারিকদের উপস্থিতি, যাঁরা শংসাপত্র দিয়ে প্রকল্পে সিলমোহর দেবেন। একই সঙ্গে থাকছে ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও, যেখানে নাগরিকেরা তাঁদের ব্যক্তিগত অভিযোগ ও সমস্যার প্রতিকার পেতে পারেন। এই কর্মসূচি চলবে ২ নভেম্বর পর্যন্ত।

সম্প্রতিই অনুব্রত মণ্ডলকে জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই আজ কোর কমিটির বৈঠক ডেকেছেন অনুব্রত। সেইমতো দুপুর ৩টেয় বোলপুরের দলীয় কার্যালয়ে বসতে চলেছে কোর কমিটির বৈঠক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement