গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এগিয়ে আসছে ‘সময়সীমা’, হচ্ছে দর কষাকষি, সমঝোতা হবে কি ভারত-আমেরিকা বাণিজ্যে
চিনের সঙ্গে আগেই বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে আমেরিকা। চিনের পরেই হয়তো ভারতের সঙ্গে বাণিজ্য বোঝাপড়া সেরে নেবে আমেরিকা, এমনটাই আভাস মিলেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে। তবে এখনও তা চূড়ান্ত হয়ে ওঠেনি। দু’দেশের মধ্যে দফায় দফায় দর কষাকষি চলছে। এরই মধ্যে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছেন ট্রাম্প। এ বার কি ভারত-আমেরিকা বাণিজ্যিক সমঝোতার পালা? বৃহস্পতিবার সূত্র মারফত খবর ছড়ায়, শীঘ্রই দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করে ফেলতে পারে নয়াদিল্লি এবং ওয়াশিংটন। যদিও সরকারি ভাবে এমন কোনও ঘোষণাই করা হয়নি। বরং, কৃষি এবং দুগ্ধজাত কিছু পণ্য ঘিরে দু’পক্ষের মধ্যে যে আলোচনা এখনও চলছে, এমন আভাসও মিলেছে অপর কিছু সূত্রে। ট্রাম্পের নয়া শুল্কনীতি স্থগিত থাকার মেয়াদও ফুরিয়ে আসছে। আগামী ৯ জুলাই শেষ হচ্ছে ওই সময়সীমা। তার আগে বাণিজ্যের জট কাটাতে কোন পথে এগোয় ভারত-আমেরিকা আলোচনা, সে দিকে নজর থাকবে আজ।
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা
সিরিজ়ে সমতা ফেরানোর লড়াই করছে ভারত। প্রথম টেস্টে হারার পর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছেন শুভমন গিলেরা। প্রথম দিনই শতরান করেছেন শুভমন। দ্বিতীয় দিন দ্বিশতরান। পর পর দু’টি টেস্টে শতরান করলেন তিনি। আজ তৃতীয় দিনের খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কসবার কলেজে ধর্ষণকাণ্ডের তদন্ত কোন পথে এগোচ্ছে
সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণকাণ্ডে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বর্তমানে পুলিশের সাত সদস্যের সিট (বিশেষ তদন্তকারী দল) কলেজে গণধর্ষণকাণ্ডের তদন্ত চালাচ্ছে। সাড়ে সাত ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তিন অভিযুক্তের ফোন কলের নথিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময়ে বা তার আগে-পরে তিন জনের ফোন থেকে কার কার কাছে ফোন গিয়েছে, কত ক্ষণ কথা হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। আজ নজর থাকবে এই খবরে।
রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া
আজ উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ এই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
উইম্বলডনে তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন আলকারাজ়, সাবালেঙ্কা
অঘটনের উইম্বলডনে আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নামছেন কার্লোস আলকারাজ়। দ্বিতীয় বাছাই এবং গত দু’বারের চ্যাম্পিয়ন আলকারাজ় প্রথম ম্যাচে পাঁচ সেটে জিতেছেন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অবশ্য স্ট্রেট সেটে হারিয়েছেন প্রতিপক্ষকে। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে খেলবেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। তাঁর ম্যাচ ব্রিটেনের এমা রাদুকানুর সঙ্গে। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয়ের হাতছানি হরমনপ্রীতের ভারতের
আজই সিরিজ় জয়ের হাতছানি ভারতের মহিলা দলের সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলছেন হরমনপ্রীত কউরেরা। প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। প্রথম দু’টি ম্যাচ জিতে ২-০ এগিয়ে রয়েছে ভারত। আজ জিতলেই সিরিজ় জিতে যাবে তারা। খেলা শুরু রাত ১১:০৫ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।