গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মঙ্গলবার দুপুরে হড়পা বান নেমেছিল উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে ওই হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরকাশীর ধরালী গ্রামের বিস্তীর্ণ এলাকা। ভেসে গিয়েছে ঘরবাড়ি। জলের তোড়ে ভেসেছে হোটেল এবং হোম স্টে-ও। বিধ্বস্ত উত্তরকাশীতে খোঁজ মিলছে না অনেকের। উদ্ধারকাজে জেলা প্রশাসনের পাশাপাশি হাত লাগিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যেরা। ঘটনাস্থলে পৌঁছেছে আধাসেনা এবং সেনার জওয়ানেরা। উত্তরকাশীর পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। নয়াদিল্লির এ হেন সিদ্ধান্তে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বার বলা সত্ত্বেও চিত্র না-পাল্টানোয় মঙ্গলবার আবার এক বার ভারতের উপর ‘উল্লেখ্যযোগ্য’ শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দেন তিনি। জানান, ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন! আজ ট্রাম্পের শুল্ক-হুঁশিয়ারির খবরের দিকে নজর থাকবে। শুধু তা-ই নয়, ট্রাম্প যদি ভারতীয় পণ্যের উপর আরও আমদানি শুল্ক আরোপ করেন, তবে ভারত পাল্টা কোনও পদক্ষেপ করে কি না, নজরে থাকবে সেই সংক্রান্ত বিষয়েও।
আজও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এই মামলায় বিস্তারিত শুনানি শুরু হয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান এবং কপিল সিব্বল। শুনানি শেষ হয়নি। আজ মূল মামলাকারীদের তরফে সওয়াল করার কথা। ডিএ মামলা নিয়ে আজ শীর্ষ আদালতে কী হয় সে দিকে নজর থাকবে।
বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে আজ ঝাড়গ্রামে মিছিল করবেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা ও বীরভূমেও মিছিল করেছিলেন তিনি। মঙ্গলবার আরামবাগ ও ঘাটালের বন্যা পরিস্থিতি দেখে মেদিনীপুর সার্কিট হাউসে পৌঁছোন মমতা। আজ মিছিলের পরে ঝাড়গ্রাম শহরে পাঁচ মাথার মোড়ে একটি সভায় বক্তৃতাও করার কথা মুখ্যমন্ত্রীর।
ডুরান্ড কাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে পঞ্জাবের দল নামধারি এফসি। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের এটা দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়েছিল লাল-হলুদ। গ্রুপে নামধারির এটা শেষ ম্যাচ। আগের দুটো ম্যাচেই তারা জিতেছে। যুবভারতীতে খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।
আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করে হাওয়া অফিস। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরের আট জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।