News Of The Day

ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি।। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।। উইম্বলডনের সেমিতে কি দেখা যাবে জোকোভিচ, সিনারকে... আর কী

১৪টি দেশকে শুল্ক-চিঠি পাঠানোর পরেই ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যচুক্তি নিয়ে বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ০৭:৫০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিকে ঘিরে নানা জল্পনা

Advertisement

১৪টি দেশকে শুল্ক-চিঠি পাঠানোর পরেই ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যচুক্তি নিয়ে বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। তবে কবে চুক্তি স্বাক্ষরিত হবে, কিংবা কী থাকবে সেই চুক্তিতে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, বুধবারই (৯ জুলাই) শেষ হচ্ছে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে স্থগিতাদেশের মেয়াদ। ট্রাম্প প্রশাসন আগেই জানিয়েছে, তারা আবার নতুন হারে বিভিন্ন দেশের উপর আমদানি শুল্ক চাপাতে চলেছে। তবে যে সব দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়েছে, তারা বাদ থাকছে শুল্কনীতি থেকে। কোন দেশকে কত হারে শুল্ক দিতে হবে, তা নির্ধারণ করে সংশ্লিষ্ট দেশকে চিঠি পাঠাতে শুরু করেছে আমেরিকা। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলায়?

Advertisement

গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আজও রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সপ্তাহভর দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

দেশ জুড়ে ধর্মঘটের ডাক

আজ দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত সংগ্রাম সমন্বয় কমিটি। এর মধ্যে ১১টি শ্রমিক সংগঠন -সহ রয়েছে প্রায় ৩৭টি কেন্দ্রীয় কর্মচারী সংগঠন। মূলত সপ্তম বেতন কমিশনের সুপারিশে ভিত্তি করে তৈরি নতুন ‘ন্যাশনাল পেনশন স্কিম’ বাতিল করে পুরনো পেনশন প্রকল্প পুনরায় চালুর দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন, অল ইন্ডিয়া ইনস্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ কনফেডারেশন, পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন-সহ একাধিক শক্তিশালী শ্রমিক সংগঠন। যদিও, পশ্চিমবঙ্গ সরকার ধর্মঘটের বিরোধিতা করে বিজ্ঞপ্তি জারি করে সব সরকারি কর্মচারীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক করেছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উইম্বলডনের সেমিফাইনালে উঠবেন জোকোভিচ, সিনার?

উইম্বলডনে আজ পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের দু’জন করে সেমিফাইনালিস্ট ঠিক হয়ে যাবে। পুরুষদের কোয়ার্টার ফাইনালে খেলা শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ও ১০ নম্বর বাছাই বেন শেল্টনের। অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ষষ্ঠ বাছাই নোভাক জোকোভিচ ও ২২ নম্বর বাছাই ফাবিয়ো কাবোলি। মহিলাদের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি সপ্তম বাছাই মিরা আন্দ্রিভা ও অবাছাই বেলিন্দা বেনসিচ। অন্য ম্যাচে লড়াই অষ্টম বাছাই ইগা সিয়নটেক ও ১৯ নম্বর বাছাই লিউডমিলা সামসোনোভার। খেলা শুরু বিকেল ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট বৃহস্পতিবার থেকে, সব খবর

কাল থেকে আবার লড়াই শুরু শুভমন গিল, বেন স্টোকসদের। সিরিজ়ের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে কাল থেকে। প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় টেস্টে জিতে পাঁচ টেস্টের সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। শেষ মুহূর্তে কী ভাবে তৈরি হচ্ছে দুই দল? ভারত ও ইংল্যান্ড শিবিরের সব খবর।

ক্লাব বিশ্বকাপে মহারণ, লড়াই পিএসজি ও রিয়াল মাদ্রিদের

ক্লাব বিশ্বকাপে আজ মহারণ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি প্যারিস সঁ জরমঁ ও রিয়াল মাদ্রিদ। কিলিয়ন এমবাপে খেলবেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। পিএসজি-র সঙ্গে আপাতত আইনি লড়াই লড়ছেন এমবাপে। এই আবহে এই ম্যাচের আলাদা তাৎপর্য রয়েছে। খেলা শুরু রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে ডিএজ়েডএন অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement