News Of The Day

দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও বিরোধীদের। ওবিসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে। আবহাওয়া... আর কী

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ নিয়ে আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ০৭:৫৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত অভিযোগ নিয়ে আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিরোধী দলগুলি। সূত্রের খবর, বাংলা, ইংরেজি, তামিল, মরাঠি, মালয়ালম, হিন্দি, এই সমস্ত ভাষায় প্ল্যাকার্ড থাকবে বিরোধী সাংসদদের হাতে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল তৈরি করছে বাংলায় লেখা প্ল্যাকার্ড।

অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। নোটিস জারি করেছিল সুপ্রিম কোর্ট। আজ আবার সেখানে এই মামলাটির শুনানি রয়েছে। বেলা ১২টা নাগাদ প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে মামলাটির শুনানি হবে। অন্য দিকে, ওবিসি মামলার জেরে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। নতুন করে প্যানেল প্রকাশ করতে নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। জয়েন্ট এন্ট্রান্স নিয়েও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা আগেই জানিয়েছে রাজ্য। সেই মতো ওই বিষয়টিও শীর্ষ আদালতে উঠতে পারে। এই অবস্থায় আজ দেখার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি মামলায় কী হয়।

Advertisement

বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে ধারাবাহিক ভাবে প্রশ্ন তুলে যাচ্ছে বিরোধী দলগুলি। গত সপ্তাহে সংসদের ভিতরে এবং বাইরে এই নিয়ে সরব হয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল-সহ অন্য বিরোধী দলগুলি। এ বিষয়ে সংসদে আলোচনার দাবি তুলেছে তারা। বিহারে ভোটার তালিকার কাজ নিয়ে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এসআইআর বিতর্কে গত সপ্তাহে দফায় দফায় মুলতুবি হয়েছে সংসদের উভয় কক্ষই। আজ সংসদে কী পরিস্থিতি থাকে, শাসক এবং বিরোধী শিবির কী অবস্থান নেয়, সে দিকে নজর থাকবে।

সপ্তাহের প্রথম দিনেই মহাবৈঠক নবান্নে। আজ বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বসবে মন্ত্রিসভার বৈঠক। গত সপ্তাহেই মন্ত্রিসভার নোট সব মন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে নবান্ন থেকে। তবে এ বারের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে, তা এখনও জানা যায়নি। নবান্ন সূত্রে খবর, কয়েকটি দফতরে কর্মী নিয়োগের বিষয়ে ছাড়পত্র দেওয়া হতে পারে। আগামী মাসেই রাজ্য জুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে যাবে, সেই বিষয়েও মুখ্যমন্ত্রী বেশকিছু নির্দেশ দিতে পারেন তাঁর সতীর্থদের

আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কোচবিহারে রয়েছে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সতর্কতা। বৃষ্টি থামলেই দক্ষিণে ভ্যাপসা গরম ভোগাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement