News Of The Day

দিল্লিকাণ্ডে দায় কার। বোসের বক্তৃতা: কী বলবে বিজেপি। পারদ চড়বে, এর পর বৃষ্টি... দিনভর আর কী

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। কিন্তু রেল প্রথম থেকেই যে ভাবে দায় ঝেড়ে ফেলতে উঠেপড়ে লেগেছে, তাতে উচ্চপর্যায়ের তদন্তের ফল কী দাঁড়াবে সন্দেহ থেকে যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শিকলে বেঁধে মানুষ ফেরত পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর মুখোমুখি এবং ‘বন্ধুত্বপূর্ণ’ বৈঠকের পরেও ছবিটা বদলাল না।

Advertisement

ছবি বদলে গেল অন্তত ১৮টি পরিবারের। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। কিন্তু রেল প্রথম থেকেই যে ভাবে দায় ঝেড়ে ফেলতে উঠেপড়ে লেগেছে, তাতে উচ্চপর্যায়ের তদন্তের ফল কী দাঁড়াবে সন্দেহ থেকে যাচ্ছে। এর মধ্যেই মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ উঠতে শুরু করেছে।

দোষ কার স্পষ্ট হবে কি?

Advertisement

শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৮। আহত অনেকে। দুর্ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে রেল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দিল্লি পুলিশও। কী কারণে পদপিষ্ট হওয়ার ঘটনা, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, একই সময়ে প্রয়াগরাজগামী প্রায় একই নামের দু’টি ট্রেনের ঘোষণা হওয়ায় যাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়েন। তার পরেই শুরু হয় হুড়োহুড়ি। উত্তর রেলের কর্তারা অবশ্য দাবি করছেন, ওভারব্রিজে এক যাত্রী পা পিছলে পড়ে যাওয়ার পরেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। সে দিন কোনও ট্রেন দেরিতে চলছিল না বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। বিরোধী দলগুলি অবশ্য সামগ্রিক অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে বিঁধেছে। পদপিষ্টের ঘটনায় তদন্তের অভিমুখ কোন দিকে যায়, হতাহতের সংখ্যা কেমন থাকে, রেল নতুন কিছু জানায় কি না, সে দিকে আজও নজর থাকবে।

রাজ্যপালের ভাষণের উপর আলোচনা

চার দিনের বিরতির পর ফের শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। সোমবার অধিবেশনের প্রথম দিনেই রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা করবেন তৃণমূল এবং বিজেপি বিধায়কেরা। গত সোমবার বিধানসভায় এসে বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পর বুধবার বাজেট পেশ হয়েছে। কিন্তু দু’দিনের সরকারি ছুটি এবং শনি-রবিবারের বিরতির কারণে রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা সম্ভব হয়নি। তাই সোম এবং মঙ্গলবার রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার এই পর্বে বিধানসভায় বক্তৃতা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের বক্তৃতার পরেই শেষ হবে রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা। বুধ এবং বৃহস্পতিবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেট নিয়ে পর্যালোচনা হবে। শেষ চার দিনই বিধানসভায় রয়েছে ঠাসা কর্মসূচি।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দিল্লি মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হবে?

আমেরিকা সফর সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরতেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে তোড়জো়ড় শুরু হয়েছে বিজেপির অন্দরে। দলীয় সূত্রে খবর, সোমবার দুপুরে বৈঠকে বসতে চলেছে বিজেপির পরিষদীয় দল। সেই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক হতে পারে। আজ সে দিকে নজর থাকবে।

ট্রাম্প-নীতির রেশ

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের এখনও হাতক়ড়া-শিকল পরিয়েই ফেরত পাঠানো হচ্ছে ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরেও এই ছবিতে কোনও বদল আসেনি। এরই মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল-সহ বিভিন্ন দেশে অর্থ বরাদ্দে রাশ টেনেছে ট্রাম্পের প্রশাসন। ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে আমেরিকা যে অর্থ বরাদ্দ করত, তা এ বার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, তাঁর প্রশাসন আগে গুরুত্ব দেবে আমেরিকানদের চাহিদাকে। তার পরে অন্য দেশের কথা ভাবা হবে। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, বিদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আমেরিকার করদাতাদের দেওয়া অর্থ খরচ করা হবে না। আবার ইউক্রেনের থেকেও ধীরে ধীরে মুখ ফেরাতে শুরু করেছে আমেরিকা। তাদের নেটোর সদস্যপদ দিতে রাজি হয়নি আমেরিকা। ক্রেমলিন দাবি করেছে, রবিবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এই অবস্থায় আমেরিকা এবং বিশ্ব কূটনীতির দিকে নজর থাকবে সোমবার।

বাংলাদেশের পরিস্থিতি

বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ছ’মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর কত দিন থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সে দেশের অন্দরেই। উঠছে দ্রুত নির্বাচনের দাবি। তবে অন্তর্বর্তী সরকার চাইছে, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলি সেরে ফেলতে। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বসেন ইউনূস। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচনের বিষয়ে আলোচনা করেন বিএনপি-সহ ২৬টি রাজনৈতিক দল এবং জোটের প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের ঘটনাপ্রবাহ কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে সোমবার।

কেমন থাকবে আবহাওয়া

আজ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে। এর ফলে ঠান্ডা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কালও রাজ্যে আরও একটু পারদ চড়তে পারে। ফেব্রুয়ারিতেই শীত বিদায় নেবে। এই মুহূর্তে নাগাল্যান্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। সেই কারণেই বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement