News Of The Day

সব রাজ্যের সিইও-কে নিয়ে বৈঠকে কমিশন। ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় এক দিনের ম্যাচ। আর কী কী নজরে

বুধবারের মতো বৃহস্পতিবারও সব ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ‍্য নির্বাচনী আধিকারিককে (সিইও) নিয়ে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০৭:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বুধবারের মতো বৃহস্পতিবারও সব ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ‍্য নির্বাচনী আধিকারিককে (সিইও) নিয়ে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই বৈঠকটি মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত। কমিশনের একটি সূত্র জানাচ্ছে, এসআইআর শুরুর আগে এটিই দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি বৈঠক। আজ দিল্লির সেই বৈঠক সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আজ আবার খেলতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ আজ। পার‌্থে প্রথম ম্যাচে হারার পর অ্যাডিলেডে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের। ঘুরে দাঁড়ানোর লড়াই রোহিত, কোহলিরও। প্রথম ম্যাচে দু’জনেই ব্যর্থ হয়েছিলেন। আজ কি এই দু’জনের হাত ধরে সিরিজ়ে সমতা ফেরাবে ভারত? খেলা শুরু সকাল ৯টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

মহিলাদের বিশ্বকাপে আজ কার্যত কোয়ার্টার ফাইনাল। ভারত মুখোমুখি নিউ জ়িল্যান্ডের। এই ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। পর পর তিন ম্যাচে হেরে হরমনপ্রীত কৌরেরা এই ম্যাচে নামছেন। নিউ জ়িল্যান্ডের শেষ দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তারা সমস্যায় পড়েছে। পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে ওই দু’টি ম্যাচে কিউয়িরা হারালে ভারতের বিদায় হয়ে যেত। পড়ে পাওয়া সুযোগ কি কাজে লাগাতে পারবেন হরমনপ্রীতেরা? খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

২৩৫ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেখান থেকে নবম উইকেটে ৭১ রান এবং দশম উইকেটে ৯৮ রান যোগ করে ৪০৪ রান তুলেছে তারা। যেখানে মনে হয়েছিল পাকিস্তান প্রথম ইনিংসে লিড নেবে, সেখানে ৭১ রানে লিড নিয়েছে প্রোটিয়ারাই। সেনুরান মুথুস্বামী ৮৯ রানে অপরাজিত থাকেন। কাগিসো রাবা়ডা ৭১ রান করেন। দ্বিতীয় ইনিংসে কোণঠাসা পাকিস্তান। ৯৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছে তাদের। আজ চতুর্থ দিনের খেলা সকাল ১০:৩০ থেকে।

উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণে বাড়তে পারে বৃষ্টি। আজ, ভাইফোঁটার দিনে ঝলমলে থাকবে আকাশ। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু’এক জায়গায়। সব জেলাতেই ঝলমলে থাকবে আকাশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement