গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মহারাষ্ট্রের মহিলা চিকিৎসকের আত্মহত্যায় শোরগোল মহারাষ্ট্রে। অভিযোগ, গত পাঁচ মাসের মধ্যে চার বার তাঁকে ধর্ষণ করেন এক পুলিশকর্মী। আর এক পুলিশকর্মী মানসিক হেনস্থা করেন। আত্মহত্যার আগে হাতের তালুতে ‘সুইসাইড নোট’ লিখে গিয়েছেন ওই চিকিৎসক। তার পর বরখাস্ত করা হয়েছে ওই এসআইকে। পরিবারের দাবি, ভুয়ো মেডিক্যাল রিপোর্ট তৈরি করতে না-চাওয়ায় এই ‘শাস্তি’ হয়েছে চিকিৎসকের। অভিযুক্তদের খোঁজে পুলিশ। আজ নজর থাকবে এই ঘটনার দিকে।
গতকাল ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে যাত্রীবোঝাই এক বাসের একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। আগুন লাগার ফলে বাতানুকূল ওই বাসে শর্ট সার্কিট হয়। তার ফলেই বাসের স্বয়ংক্রিয় দরজা খোলেনি। দরজা না-খোলায় অনেক যাত্রীই আটকে পড়েন। কেউ কেউ জানলা ভেঙে প্রাণ বাঁচাতে বাইরে ঝাঁপ দেন। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। ওই ঘটনার তদন্ত কোন পথে এগোয়, আজ নজর থাকবে সেই দিকে।
আজ ভারত-অস্ট্রেলিয়া শেষ এক দিনের ম্যাচ। প্রথম দু’টি ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজ় ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। ফলে এই ম্যাচ নিয়মরক্ষার। আজ কি পরীক্ষা-নিরীক্ষার পথে যাবেন শুভমন গিল-গৌতম গম্ভীরেরা? পর পর দু’ম্যাচে শূন্য রান করা বিরাট কোহলিকে কি খেলানো হবে? খেলা শুরু সকাল ৯টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার কাপ ফুটবল। প্রথম দিনই নামছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুই দলই এ গ্রুপে রয়েছে। ইস্টবেঙ্গলের সামনে ডেম্পো। এই ম্যাচ বিকেল ৪:৩০ থেকে। প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে মোহনবাগানের ম্যাচ এবং ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে ইস্টবেঙ্গলের ম্যাচ সম্প্রচারিত হবে।
গতকাল সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তা ঘনীভূত হয়ে আজকের মধ্যে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতি বাড়বে। সমুদ্র আরও উত্তাল হবে। আজ সমুদ্রের উপর হাওয়ার গতি বেড়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার এবং রবিবার তা ৬০ থেকে ৭০ কিলোমিটারে পৌঁছে যাবে বলে আবহবিদদের অনুমান।
মহিলাদের বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। এ বারের বিশ্বকাপে সেমিফাইনালের চার দলই নিশ্চিত হয়ে গিয়েছে। তবু এই ম্যাচের গুরুত্ব রয়েছে। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন হরমনপ্রীত কৌরেরা। কারণ, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে যারাই জিতবে, সেমিফাইনালে তাদের সঙ্গে খেলতে হবে ভারতকে। আজ খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ থেকে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ড শুরু। ইডেনে অভিমন্যু ঈশ্বরণের দলের সামনে গুজরাট। প্রথম ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলা। তবে উত্তরাখণ্ডের থেকে গুজরাট যে তুলনায় কঠিন প্রতিপক্ষ, তাতে সন্দেহ নেই। তার উপর ইডেনের উইকেট নিয়েও চিন্তা থাকছে। প্রথম ম্যাচেই ইডেনের উইকেট নিয়ে বাংলা দলের ক্ষোভের কথা অজানা নয়। চার দিনের ম্যাচ কি জিততে পারবে বাংলা? খেলা শুরু সকাল ৯টা থেকে।