News Of The Day

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। রেড রোডের কর্মসূচিতে মমতা। বিশ্বকাপে পাক-জট। রাজ্যে চড়বে পারদ। আর কী কী

দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতার রেড রোডে হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

সোমবার দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবস। দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ বারের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে থাকবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কোস্টা। অনুষ্ঠানে থাকবে দেশের সামরিক বাহিনীর এবং বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

দিল্লির পাশাপাশি কলকাতাতেও উদ্‌যাপিত হবে দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবস। কলকাতার রেড রোডে হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। সাধারণতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজ্যপাল সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন। সকাল সাড়ে ১০টা নাগাদ রেড রোডে যাবেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে রেড রোডে কুচকাওয়াজ করবে সেনাবাহিনী। থাকবে পুলিশের ট্যাবলোও। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

Advertisement

শীত কমছে। ধীরে ধীরে আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কলকাতার পারদ রবিবার এক ধাক্কায় বেশ খানিকটা চড়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঠান্ডা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস রয়েছে। তবে এখনও কিছু কিছু জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পর পর তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ় জিতে নিয়েছে ভারত। এখনও সিরিজ়ের দু’টি ম্যাচ বাকি। বুধবার বিশাখাপত্তনমে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামবেন সূর্যকুমার যাদবেরা। থাকছে ভারতীয় দলের সব খবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর সে দেশের বোর্ডে ডামাডোল শুরু হয়েছে। ইস্তফা দিয়েছেন গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইস্তিয়াক সাদেক। অপসারিত কর্তা নাজমুল ইসলামকে আবার তাঁর পদে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত তাদের নয়, সরকারের। এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটের সব খবর থাকছে।

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর কি বিশ্বকাপ বয়কট করতে চলেছে পাকিস্তান? হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তার মধ্যেই অবশ্য সলমন আঘার নেতৃত্বে ১৫ জনের বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তানকে। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেটের সব খবর থাকছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যেই মেয়েদের আইপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে। তবে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে ওঠার অঙ্ক কঠিন। তার জন্য আজ স্মৃতি মন্ধানাদের হারাতে হবে। বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ দুই ম্যাচ হেরেছে মুম্বই। তৃতীয় ম্যাচে কি জয়ে ফিরতে পারবেন হরমনপ্রীত কৌরেরা। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

অস্ট্রেলিয়ান ওপেনে আজ রয়েছে চতুর্থ রাউন্ডের ম্যাচ। মার্গাকেট কোর্ট এরিনায় নিজের দেশেরই ২২ নম্বর লুসিয়ানো দারদেরির বিরুদ্ধে খেলতে নামবেন দ্বিতীয় বাছাই ইটালির ইয়ানিক সিনার। কোয়ালিফায়ার খেলে সুযোগ পেয়ে চতুর্থ রাউন্ডে ওঠা অস্ট্রেলিয়ার ম্যাডিসন ইংলিসের বিরুদ্ধে নামবেন মহিলাদের দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেক। খেলা রয়েছে গত বারের মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ়ের। ষষ্ঠ বাছাই আমেরিকার জেসিকা পেগুলার বিরুদ্ধে নামবেন নবম বাছাই আমেরিকারই কিজ়। ম্যাচ রয়েছে টেলর ফ্রিৎজ়, ক্যাসপার রুডেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement