ধৃত জঙ্গি

চিরাং থেকে ধরা পড়ল এনডিএফবি জঙ্গি সংগঠনের কেন্দ্রীয় গৃহ বিভাগের সচিব। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে খবর, চিরাং জেলার ২ নম্বর টুক্রাঝার এলাকায় লুকিয়েছিল এনডিএফবি নেতা সুমন্ত বসুমাতারি ওরফে বি সিংগা। যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। জানা গিয়েছে, সুমন্ত বেঙ্গালুরুতে লুকিয়েছিল। কয়েক দিন আগে সে রাজ্যে ফেরে। বেঙ্গালুরু থেকে সম্প্রতি তার চার সঙ্গীকে ধরে পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০৩:২২
Share:

চিরাং থেকে ধরা পড়ল এনডিএফবি জঙ্গি সংগঠনের কেন্দ্রীয় গৃহ বিভাগের সচিব। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে খবর, চিরাং জেলার ২ নম্বর টুক্রাঝার এলাকায় লুকিয়েছিল এনডিএফবি নেতা সুমন্ত বসুমাতারি ওরফে বি সিংগা। যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। জানা গিয়েছে, সুমন্ত বেঙ্গালুরুতে লুকিয়েছিল। কয়েক দিন আগে সে রাজ্যে ফেরে। বেঙ্গালুরু থেকে সম্প্রতি তার চার সঙ্গীকে ধরে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement