Hyderabad

ট্রাফিক আইন ভাঙলে চালানের বদলে বাইক আরোহীদের হেলমেট দিচ্ছে পুলিশ!

সেখানে ট্রাফিক আইন ভঙ্গকারী বাইক আরোহীদের জরিমানার চালান দেওয়ার পরিবর্তে হেলমেট কিনতে বাধ্য করছেন পুলিশ অফিসাররা।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০১
Share:

ট্রাফিক আইন ভঙ্গকারীকে হেলমেট দিচ্ছে পুলিশ। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংশোধিত মোটর ভেহিক্যাল আইন কার্যকর হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বিশাল অঙ্কের জরিমানার খবর। ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানার অঙ্ক হাজারের অঙ্ক ছাড়িয়ে পৌঁছে গিয়েছে লাখের ঘরেও। কিন্তু এই আবহেই একটু অন্যরকম চিত্র উঠে এল হায়দরাবাদে। সেখানে ট্রাফিক আইন ভঙ্গকারী বাইক আরোহীদের জরিমানার চালান দেওয়ার পরিবর্তে হেলমেট কিনতে বাধ্য করছেন পুলিশ অফিসাররা।

Advertisement

বৃহত্তর হায়দরাবাদের রাজকোণ্ডা পুলিশ কমিশনারেট। ট্রাফিক জরিমানা নিয়ে বিগত কিছু দিনে সেখানে ক্ষোভ জমছিল সাধারণ মানুষদের মধ্যে। সেই ক্ষোভের নিরসনেই এই পদক্ষেপ পুলিশের। হেলমেটহীন বাইক আরোহীকে দেখলে ধরা হচ্ছে। কিন্তু চালান দেওয়ার পরিবর্তে বলা হচ্ছে হেলমেট কিনতে। আর কারও কাছে যদি বাইক সংক্রান্ত প্রয়োজনীয় নথি না থাকে, তাঁকে সেই নথি সংগ্রহের জন্য রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে ওই নথির জন্য অনলাইনে আবেদন করে দিচ্ছে পুলিশ।

গত শনিবার অভিনব এই উদ্যোগটির সূচনা করেছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) দিব্যচরণ রাও। নেটিজেনরাও এই সেখানকার পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: গঙ্গা খেয়ে নিল আস্ত একটা স্কুল বাড়ি! ভয়ঙ্কর ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: ‘শিক্ষা’ দিতে হাতুড়ি দিয়ে ছাত্র-ছাত্রীদের মোবাইল ভাঙছেন অধ্যক্ষ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন