26/11 Mumbai Attack

২৬/১১-র আগে জঙ্গিদের হিন্দি শেখান, দীর্ঘ দিন থমকে থাকার পরে ফের শুরু হবে সেই আবু জুন্দলের বিচারপ্রক্রিয়া

দিল্লি বিমানবন্দরের বাইরে থেকে আবুকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের। কিন্তু আবু মু্ম্বইয়ের বিশেষ আদালতে দাবি করেন, তাঁকে সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১১:২৫
Share:

২৬/১১ হামলায় অভিযুক্ত জ়াবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দল। — ফাইল চিত্র।

২৬/১১ মুম্বই হামলার আগে জঙ্গিদের হিন্দি শিখিয়েছিলেন। মুম্বইয়ের স্থানীয় আদবকায়দাও রপ্ত করিয়েছিলেন। জঙ্গিদের সাহায্যকারী সেই অভিযুক্ত জ়াবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দলের বিচারপ্রক্রিয়া দীর্ঘ দিন থমকে থাকার পরে ফের শুরু হতে চলেছে।

Advertisement

২৬/১১ হামলায় জড়িত ১০ জন জঙ্গিকে আবু নিজে ব্যক্তিগত ভাবে হিন্দিতে কথা বলা শিখিয়েছিলেন বলে অভিযোগ। মুম্বইয়ের ভিড়ে সহজে মিশে যাওয়ার জন্যই ওই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল জঙ্গিদের। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের দাবি, আবু পাকিস্তানি জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার সদস্য। দিল্লি বিমানবন্দরের বাইরে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি স্পেশ্যাল ব্রাঞ্চের। কিন্তু আবু মুম্বইয়ের বিশেষ আদালতে দাবি করেন, তাঁকে সৌদি আরবে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। নিজের দাবির সপক্ষে আদালতে আবুর আর্জি, গোপন সরকারি নথি যেন তাঁর হাতে তুলে দেওয়া হয়।

আবুর আর্জিতে সেই সময় মান্যতা দেয় মুম্বইয়ের নিম্ন আদালত। ২০১৮ সালে আদালত নির্দেশ দেয়, গোপন সরকারি নথি অভিযুক্তের হাতে তুলে দেওয়া হোক। আদালতের ওই নির্দেশের ফলে দীর্ঘ কয়েক বছর ধরে থমকে ছিল আবুর বিচারপ্রক্রিয়া। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয় দিল্লি পুলিশ, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক। সোমবার নিম্ন আদালতের ওই নির্দেশকে খারিজ করে দিয়েছে হাই কোর্ট। ফলে আবুর বিরুদ্ধে মামলায় দীর্ঘ দিন ধরে থমকে থাকা বিচার প্রক্রিয়া ফের শুরু হতে চলেছে।

Advertisement

২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লশকর-এ-ত্যায়বা জঙ্গি মুম্বইয়ে হামলা চালায়। জঙ্গি হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছরের ২৬ নভেম্বর মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন ছ’জন মার্কিন নাগরিকও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement