ডিমা হাসাওয়ে বন্ধ

ডিমা হাসাও ও কার্বি-আংলংয়ে বসবাসকারী বড়োদের পার্বত্য উপজাতি স্বীকৃতি দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে হিলস ট্রাইবাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আগামী কাল ১২ ঘণ্টার ডিমা হাসাও জেলা বন্‌ধের ডাক দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০২:২৪
Share:

ডিমা হাসাও ও কার্বি-আংলংয়ে বসবাসকারী বড়োদের পার্বত্য উপজাতি স্বীকৃতি দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে হিলস ট্রাইবাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আগামী কাল ১২ ঘণ্টার ডিমা হাসাও জেলা বন্‌ধের ডাক দিয়েছে। সকাল ৫টা থেকে বন্‌ধ শুরু হবে। ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরামের সভাপতি ডেভিড কেভম জানান, ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলায় বসবাসকারী বড়ো জনগোষ্ঠীকে পার্বত্য উপজাতি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন না। কারণ বড়ো জনগোষ্ঠীর মানুষের সংখ্যা অনেক বেশি এবং সব দিক দিয়ে তাঁরা এগিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement