Tripura BJP

পদ্মশিবিরের ‘ছদ্ম’ রাজ্য সভাপতি! গুজব সংক্রামক হতেই সংগঠনে নির্দেশিকা জারি করে দিল ত্রিপুরা বিজেপি

ত্রিপুরার বিজেপি সভাপতি পদে রয়েছেন রাজীব ভট্টাচার্য। তিনি রাজ্যসভারও সাংসদ। এ হেন গুঞ্জন সংক্রামক হতে রাজীবের ঘনিষ্ঠেরাই পদক্ষেপের দাবি তোলেন দলের অন্দরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২০:৪৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুজব রটছিল মাস দেড়েক ধরে। গোড়ায় তাতে আমল দেননি নেতৃত্ব। কিন্তু ক্রমে তা সংক্রামক হতে সংগঠনের অভ্যন্তরে সাবধানতামূলক নির্দেশিকা জারি করতে হল ত্রিপুরা বিজেপির প্রদেশ কার্যনির্বাহী কমিটিকে। শনিবারই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

গত দেড় মাস ধরে ত্রিপুরা বিজেপির নেতাদের কানে আসছিল, জনৈক হৃষীকেশ দে নিজেকে পরবর্তী রাজ্য সভাপতি পরিচয় দিয়ে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। একের পর এক জেলা এবং মণ্ডল স্তর থেকে এই বার্তা পেতে শুরু করেন রাজ্য নেতারা। তার পরেই দলীয় স্তরে নির্দেশিকা জারির সিদ্ধান্ত গৃহীত হয়। যদিও দলের তরফে জারি করা নির্দেশিকায় কারও নাম উল্লেখ করা হয়নি। লেখা হয়েছে, ‘এক জন ব্যক্তি’।

ত্রিপুরা বিজেপির তরফে জারি করা সেই নির্দেশিকা। ছবি: সংগৃহীত।

ত্রিপুরার বিজেপি সভাপতি পদে রয়েছেন রাজীব ভট্টাচার্য। তিনি রাজ্যসভারও সাংসদ। এ হেন গুঞ্জন সংক্রামক হতে তাঁর ঘনিষ্ঠেরাই পদক্ষেপের দাবি তোলেন দলের অন্দরে। শনিবার জারি করা নির্দেশিকায় দলের নেতাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে, রাজ্য সভাপতি নির্বাচন হয় দলের গঠনতন্ত্র মেনে। এ হেন গুজবে যেন কেউ বিশ্বাস না-করেন এবং কোনও ধরনের সংগঠন-বিরোধী কার্যকলাপে জড়িয়ে না-পড়েন। সে ক্ষেত্রে দল ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন, তিনি তা কেন করেছেন, তা নিয়ে ত্রিপুরা বিজেপির প্রথম সারির একাধিক নেতা কোনও ব্যখ্যা দিতে পারেননি। তবে একাধিক গোষ্ঠীতে বিভক্ত ত্রিপুরা বিজেপিতে এটি কোনও উপদলীয় ‘চক্রান্ত’ কি না তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। তবে একটা বিষয় স্পষ্ট, এক ব্যক্তির প্রচার নাড়িয়ে দিয়েছে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যের শাসকদলের সর্বোচ্চ স্তরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement