মীরাকে ভোট দেবে না ত্রিপুরা তৃণমূল

রাষ্ট্রপতি ভোটে বিজেপি সমর্থিত রামনাথ কোবিন্দকে ভোট দেওয়ার জন্য তাঁরা অনুরোধ জানান। সুদীপবাবু বিজেপি নেতাদের জানিয়েছেন, এ নিয়ে তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ০২:৫৫
Share:

মীরা কুমারকে ভোট দেবেন না ত্রিপুরার তৃণমূল বিধায়কেরা।

রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস, সিপিএম-সহ অন্য বিরোধী দলের সমর্থিত প্রার্থী মীরা কুমারকে ভোট দেবেন না ত্রিপুরার তৃণমূল বিধায়কেরা। দলীয় বিধায়ক সুদীপ রায়বর্মন বলেছেন, ‘‘রাজ্যে সিপিএমের সঙ্গে বন্ধুত্বের জন্য কংগ্রেস ছেড়ে লড়ছি সিপিএমের সঙ্গে। মীরা কুমার তৃণমূল মনোনীত প্রার্থীও নন। নৈতিক ভাবে আমরা তাঁকে সমর্থন করতে পারি না।’’

Advertisement

সুদীপবাবু জানিয়েছেন, শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাম মাধব এবং অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁকে ফোন করেছিলেন। রাষ্ট্রপতি ভোটে বিজেপি সমর্থিত রামনাথ কোবিন্দকে ভোট দেওয়ার জন্য তাঁরা অনুরোধ জানান। সুদীপবাবু বিজেপি নেতাদের জানিয়েছেন, এ নিয়ে তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করবেন। শনিবার সুদীপবাবুর সঙ্গে এ নিয়ে বৈঠক করেন তৃণমূলের বিধায়ক আশিস সাহা, দিবাচন্দ্র রাংখল, প্রাণজিৎ সিংহরায়, বিশ্ববন্ধু সেন। অন্য বিধায়ক দিলীপ সরকার রাজ্যের বাইরে থাকায় সেখানে হাজির থাকতে পারেননি।

আরও পড়ুন:নীতীশের তোপ কংগ্রেসকে

Advertisement

মীরাকে সমর্থন করতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলে কী করবেন?

সুদীপবাবুর জবাব, ‘‘দল রাষ্ট্রপতি ভোট নিয়ে হুইপ জারি করতে পারে না। এ ক্ষেত্রে প্রত্যেক জনপ্রতিনিধি সরাসরি নিজের ভোট দিতে পারেন।’’ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার বলেন, ‘‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের সবাইকে তা মানতে হবে।’’ সুদীপবাবুদের উল্টো-সুর নিয়ে দলের অবস্থান কী হবে তা অবশ্য জানাতে পারেননি পার্থবাবু।

রবিবার বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল দেওধর সাংবাদিক বৈঠকে দলের তরফে সুদীপবাবুকে ফোনের কথা মেনে নেন। তিনি জানান, শুক্রবার সাংগঠনিক কাজে ত্রিপুরায় এসেছিলেন রাম মাধব। গত কাল তিনি নয়াদিল্লি ফিরে যান। রাতে ফোন করেন তৃণমূলের বিধায়ককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন