Puja Khedkar

‘অন্ধকার ঘরে আটকে রেখেছিল, দেওয়া হত পচা খাবার’! কী ভাবে পূজার পরিবার অত্যাচার করেছে, জানালেন ট্রাকচালক

ট্রাকচালকের দাবি, তাঁকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে করে তুলে নিয়ে আসেন পূজার বাবা দিলীপ খেড়কর এবং তাঁর দেহরক্ষী। তার পর তাঁদের বাংলোতে নিয়ে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৬
Share:

প্রাক্তন আইএএস পূজা খেড়করদের পরিবারের দেহরক্ষী গ্রেফতার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ট্রাকচালককে অপহরণের মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন আইএএস পূজা খেড়করদের পরিবারের দেহরক্ষী। এখনও পলাতক পূজার বাবা-মা। অপহৃত ট্রাকচালককে পূজাদের বাংলো থেকে উদ্ধার করেছে পুলিশ। কী ভাবে তাঁর উপর অত্যাচার করা হয়েছে, সে কথাই পুলিশকে জানিয়েছেন ট্রাকচালক প্রহ্লাদ চৌহান।

Advertisement

ট্রাকচালকের দাবি, তাঁকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে করে তুলে নিয়ে আসেন পূজার বাবা দিলীপ খেড়কর এবং তাঁর দেহরক্ষী। তার পর তাঁদের বাংলোতে নিয়ে যান। সেখানে নিরাপত্তারক্ষীদের থাকার একটি ঘরে তালাবন্ধ করে রাখেন। অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। তাঁকে ঠিকমতো খেতে দেওয়া হত না। যদিও খাবার দেওয়া হত, সেগুলি বাসি এবং পচা। ট্রাকচালকের অভিযোগ, তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছিল। ট্রাকের মালিক যদি ক্ষতিপূরণ না দেন, তা হলে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দিতেন পূজার বাবা, মা এবং দেহরক্ষী। এমনই অভিযোগ ট্রাকচালকের।

ট্রাকচালকের আরও অভিযোগ, তাঁকে শারীরিক ভাবেও অত্যাচার করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমাকে মারধর করা হয়েছে। খেতে দেওয়া হয়নি। কখনও বাসি এবং পচা খাবার দেওয়া হয়েছে। বার বারই হুমকি দেওয়া হত, টাকা না পেলে খুন করে দেব।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, পূজার বাবা এবং মায়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর মুলুন্দ –আইরোলি রোডে খেড়করদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। তার পর ট্রাকচালককে অপহরণের অভিযোগ ওঠে পূজার বাবা এবং তাঁদের দেহরক্ষীর বিরুদ্ধে। ট্রাকচালকের হদিস না মেলায় ট্রাকের মালিক একটি নিখোঁজ ডায়েরি করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হতেই পূজাদের বাড়ি থেকে ট্রাকচালককে উদ্ধার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement